সিরিয়ায় বাশারের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা

দামেস্কের সড়কে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। সিরিয়া, ২৬ ডিসেম্বরছবি: রয়টার্স

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তারতুসে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

গতকাল বুধবার এই প্রদেশের কিরবেত আল-মাজা শহরে বাশারের অনুগত বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য ও ৩ জন বন্দুকধারী নিহত হন। এর এক দিন পরই আজ এ পাল্টা হামলার ঘটনা ঘটল।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, আজকের হামলায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধা ছিলেন।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, ‘একদল যোদ্ধাকে অসাড় করতে’ এই হামলা সফল হয়েছে। ওই অঞ্চলে এ হামলার উদ্দেশ্য ছিল ‘নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি পুনরুদ্ধার’।

তারতুস প্রদেশটি বাশার আল–আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে তাঁর নিজ গোত্র আলাউইত জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক দিনগুলোয় বেশ উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দীদের নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় স্থানীয় ‘বেশ কিছু বাসিন্দা তাঁদের বাড়িঘরে ঢুকে তল্লাশি চালানোর অনুমতি না দেওয়ায়’ এই সংঘর্ষ বাধে। ওই কর্মকর্তার ভাই এবং আরও বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বাহিনীর ওপর ‘অতর্কিত হামলা’ চালান। এ ঘটনায় বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়।