গাজার সরকার নিয়ে আলোচনায় হামাস ও ফাতাহ
মিসরের রাজধানী কায়রোয় ফিলিস্তিনের দুই শাসকগোষ্ঠী হামাস ও ফাতাহর শীর্ষ নেতাদের বৈঠক চলছে। যুদ্ধের পর গাজায় সরকার পরিচালনার জন্য একটি কমিটি গঠনের বিষয়ে তাঁরা আলোচনা করছেন। মিসরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সময় গত শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ টিভি।
গাজায় ইসরায়েল ও অবরুদ্ধ উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য জোর চেষ্টা চালাচ্ছে মিসর। মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করছেন দেশটির কর্মকর্তারা। এর অংশ হিসেবে যুদ্ধের পর গাজা কেমন হবে, তা নির্ধারণে হামাসের সঙ্গে অবরুদ্ধ পশ্চিম তীরের শাসকগোষ্ঠী ফাতাহকে আলোচনার টেবিলে বসিয়েছে মিসর।
যুদ্ধ–পরবর্তী গাজায় শাসনব্যবস্থা কেমন হবে, তা নিয়ে একটি প্রস্তাব দিয়েছিল মিসর। সেই প্রস্তাব অনুযায়ী একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে গত মাসে কায়রোয় হামাস ও ফাতাহর নেতারা আলোচনায় বসেন। এ আলোচনা সম্পর্কে জানেন এমন একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, পরে আলোচনা হবে, এ বিষয়ে একমত হয়ে সেবারের মতো আলোচনা স্থগিত করা হয়েছিল।
সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, কোনো গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন মানুষজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর গাজা কে শাসন করবে আর গাজার শাসনব্যবস্থা কেমন হবে, সেই বিষয় নিয়ে কাজ করবে এই কমিটি।
জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় ৫০ শিশু হত্যা: ইউনিসেফ
আল–জাজিরা জানায়, উত্তর গাজায় এ সপ্তাহে ভয়াবহ হামলা চলছে। এসব হামলায় শুধু গত ৪৮ ঘণ্টায় জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করা হয়েছে। গত শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।