গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

ফিলিস্তিনের গাজায় এক বছরের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা, ফিলিস্তিন, ৭ নভেম্বর ২০২৪ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

চিকিৎসাসূত্র আল–জাজিরাকে জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে।

অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে চালানো ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। আহত ১৬১ জন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত লাখো ফিলিস্তিনি।

অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩ হাজার ১০২ জন। আহত ১৩ হাজার ৮১৯ জন।

জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেছেন, উত্তর গাজার সব মানুষ রোগ, দুর্ভিক্ষ ও সহিংসতায় মৃত্যুর আসন্ন ঝুঁকিতে রয়েছে।

স্টেফানি আরও বলেন, সেখানে (উত্তর গাজা) ফিলিস্তিনিদের কোনো সুরক্ষা নেই। কারণ, বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সহকর্মীরা আবার জোর দিয়ে বলেছেন, উত্তর গাজা, তথা পুরো গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে।