গাজার সরকারপ্রধান নিহত, লেবাননে হামলা চলছে
শিগগির পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, অনমনীয় ইরান
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে ‘শিগগির ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। হুমকির মুখেও অনমনীয় মনোভাব প্রকাশ করেছে ইরান। ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এদিকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহাসহ তিনজন নিহত হয়েছেন। তিন মাস আগে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল।
লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি স্থলবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে।
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের হত্যার জবাবে গত মঙ্গলবার রাতে ইসরায়েলে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের এই হামলার পর কঠোর পাল্টা হামলার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইরানের তেলক্ষেত্রের পাশাপাশি পারমাণবিক স্থাপনায়ও ইসরায়েল হামলা চালাতে পারে—এমন কথা শোনা যাচ্ছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পক্ষে নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ইরানের হামলার পর মঙ্গলবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’ ইরানে শিগগিরই হামলা চালানো হবে বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি গত বুধবার রাতে সিএনএনকে বলেছেন, ‘গত (মঙ্গলবার) রাতে যা ঘটেছে, সেটা ছিল নজিরবিহীন পাল্টা হামলা। আর যেমনটা আজ (বুধবার) আমি নিরাপত্তা পরিষদে বলেছি, ভয়াবহ জবাব দেওয়া হবে। সেটি হবে খুব শিগগির।’
কাতারের দোহায় বুধবার শুরু হওয়া এশিয়া কো-অপারেশন ডায়ালগ (এসিডি) সম্মেলনে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল বৃহস্পতিবার সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, ‘কোনো ধরনের সামরিক হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা আমাদের চূড়ান্ত সীমা অতিক্রম করা হলে আমাদের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে।’
লেবাননে ইসরায়েলি হামলা চলছে
লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর ১৫ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এ ছাড়া দিনের শুরুতে লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। হিজবুল্লাহর একটি স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নয়জন নিহত হয়েছেন। জরুরি পরিষেবা দিয়ে আসা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইসলামিক হেলথ অথরিটি জানিয়েছে, নিহত নয়জনের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীসহ তাঁদের সাত কর্মী রয়েছেন।
গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণ লেবাননের ২৫টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার মুখে গতকাল পর্যন্ত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবাননের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন।
ইসরায়েলের ৮, লেবাননের ২ সেনা নিহত
ইসরায়েলের হামলায় গতকাল লেবাননের দুই সেনা নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে জরুরি উদ্ধারকাজ চালানোর সময় তাঁরা নিহত হন। এ নিয়ে ইসরায়েলের হামলায় লেবাননের মোট তিনজন সেনা নিহত হয়েছেন। লেবাননের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। পাশাপাশি গত তিন দিন ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ৪০ অগ্নিনির্বাপণকর্মী ও অ্যাম্বুলেন্স কর্মী নিহত হয়েছেন বলে গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের আট সেনা নিহত হন। আহত হন বেশ কয়েকজন। গতকালও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুই দফায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ। তবে তাৎক্ষণিক এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
একই সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনা ও সেনা অবস্থানে গতকাল ১৫ দফা রকেট হামলা ও গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। লেবানন থেকে অন্তত ২৫টি রকেট ছোড়ার কথা স্বীকার করেছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের সামরিক বাহিনী সন্দেহভাজন একটি ড্রোন ভূপাতিত করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করেছে। আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়েছে বলে জানিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজায় হামাস সরকারের প্রধান নিহত
গাজায় ইসরায়েলি হামলায় এ উপত্যকার শাসক গোষ্ঠী হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা নিহত হয়েছেন। গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তিন মাস আগে চালানো ওই হামলায় রাভি মুশতাহা ছাড়াও হামাসের দুজন জ্যেষ্ঠ নেতা সামেহ আল-সিরাজ ও সামি উদেহ নিহত হন। সামেহ আল-সিরাজ হামাসের রাজনৈতিক ব্যুরো নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন। আর সামি উদেহ হামাসের একজন কমান্ডার ছিলেন।
ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মুশতাহা হামাসের জ্যেষ্ঠ নেতাদের একজন। হামাসের যোদ্ধাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি।
গাজায়ও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৯৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৯ জন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় ৪১ হাজার ৭৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৭৯৪ জন।