গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩০৭ জন, সংখ্যা বেড়ে ৩৭৮৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ভবন। ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষের খোঁজে এক উদ্ধারকর্মী। গাজা সিটি, ফিলিস্তিন, ১৯ অক্টোবর
ছবি: এএফপি

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ চলছেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৩০৭ জনের প্রাণ গেছে। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এর মধ্য দিয়ে গাজায় গত দেড় সপ্তাহের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫। নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ শিশু রয়েছে। নারীর সংখ্যা ১ হাজার ৪৪৪। আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন
আরও পড়ুন

গাজার বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে রয়েছেন। তাঁদের অনেকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাই নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্তত ৩০ শতাংশ ঘরবাড়ি ইসরায়েলি বোমার আঘাতে হয় ধ্বংস নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাঁদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০–এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়শিবিরে উঠেছেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন

এর মধ্যে জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালানোর খবর এসেছে। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

আরও পড়ুন
আরও পড়ুন