সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছে রয়টার্স। গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো দখল অভিযান শুরু করেন। অপ্রতিরোধ্য গতিতে তাঁরা মাত্র ১২ দিনে কীভাবে দামেস্ক পৌঁছে গেছেন, তা দেখে নিন টাইমলাইনে।
হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হঠাৎ দেশটির দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখলের অভিযান শুরু করে। তাদের দ্রুতগতির অভিযান দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তাঁর মিত্র এবং বাকি বিশ্বকে হতবাক করেছে। বিদ্রোহীদের সামনে সরকারি বাহিনী কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি; বরং তারা একের পর এক এলাকায় পিছু হটতে থাকে।
বিদ্রোহীরা আলেপ্পোর অর্ধেকটা দখল করে নিয়েছেন বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংগঠনটি সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদুল রহমান এদিন বলেছিলেন, কোনো ধরনের লড়াই এবং একটি গুলি ছোড়া ছাড়াই বিদ্রোহীরা আলেপ্পোর অর্ধেকটা দখল নিয়েছেন। সরকারি বাহিনী পিছু হটে গেছে।
অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই আলেপ্পো দখল করে করে নেন বিদ্রোহীরা। তবে সেখানে কুর্দি–অধ্যুষিত এলাকাগুলোর দখল কুর্দি যোদ্ধাদের হাতেই থেকে যায়। উত্তরের নগর আলেপ্পো দখল করার পর বিদ্রোহীরা মধ্যাঞ্চলের শহর হামার দিকে যাত্রা শুরু করেন। আলেপ্পো থেকে রাজধানী দামেস্কর দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার। মাঝখানে পড়ে হামা।
হামা শহরের খুব কাছে পৌঁছে যান বিদ্রোহীরা। এদিন রাতে হামা শহরে প্রবেশের সময় বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালান বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বিদ্রোহীরা সিরিয়ার চতুর্থ বৃহৎ নগর হামা দখল করার ঘোষণা দেন। হামা আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যে অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর। এদিন বিকেলে সিরিয়ার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়। তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক বিকল্পগুলো থাকবে বলে জানানো হয়।
রাজধানী দামেস্কর আশপাশের শহরগুলো দখলের পর বিদ্রোহীরা ঘোষণা করেন, তাঁরা দামেস্ক দখলের অভিযান শুরু করেছেন। এদিন সরকারের নিয়ন্ত্রণে থাকা দারা শহরটির দখল বিদ্রোহীদের হাতে চলে যায়। দারা শহর থেকে দামেস্কর দূরত্ব মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল)। তার আগের দিন ইসরায়েলে সীমান্তের কাছে কুইনেত্রা শহরটির নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল।
বিদ্রোহীরা হোমসের দখল নেন। এটি সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী। এরপরই তাঁরা দামেস্কে প্রবেশ করার কথা জানান। জানা যায়, বিদ্রোহীরা প্রবেশের আগে বাশার আল–আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন।