সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন ইসরায়েলের এক নাগরিক
সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা এক ইসরায়েলি নাগরিককে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ব্যক্তির নাম জভি কোগান। তিনি ইসরায়েল-মলদোভার নাগরিক। বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কোগান ইহুদিদের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন চাবাদ এর সদস্য।
পিএমওর কার্যালয় থেকে আরও বলা হয়, ‘তিনি নিখোঁজ হওয়ার পর থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এটা একটি সন্ত্রাসী কাণ্ড। সে দেশে (সংযুক্ত আরব আমিরাতে) এ ঘটনায় একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। জভি কোগানের নিরাপত্তা এবং তাঁর ভালো থাকা নিয়ে উদ্বেগ থেকে তাঁকে খুঁজে পেতে ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা থেকে এর আগে দেশটির নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জভি কোগানের নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা ‘মলদোভার নাগরিক জভি কোগানের পরিবারের কাছ থেকে খবর পেয়েছেন। সেখানে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে তারা তাঁর (কোগান) সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং তিনি এখনো নিখোঁজ রয়েছেন’।
পরিবার থেকে অভিযোগ জানানোর পরপরই বিশেষায়িত কর্তৃপক্ষ দ্রুত তল্লাশি অভিযান এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে ‘জনগণকে তথ্যের জন্য সরকারি উৎসের ওপর নির্ভর করার এবং ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে বিভ্রান্তিকর গুজব বা বিভ্রান্তিকর খবরে কান দেওয়া এড়াতে অনুরোধ করা হয়েছে’।
মন্ত্রণালয় থেকে কোগানের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার কথাও জানানো হয়েছে।