গাজায় রাতভর ইসরায়েলের হামলা, শিশু–নারীসহ নিহত ৪৬

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড, ২১ অক্টোবর
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় শিশু–নারীসহ অন্তত ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে।

হামলায় জাবালিয়ার আল–মোতাওয়াক এলাকায় ২৪ জন এবং আল–আজরামিতে ১০ জন নিহত হয়েছেন। গাজার খাদের এলাকায় নিহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

গাজার মধ্যাঞ্চলের দেইর এল–বালাহ ও আল–বুরেজি শরণার্থীশিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রাণ গেছে আরও সাতজনের।

ইসরায়েলি বাহিনী বলেছে, গাজায় তারা হামাস নিয়ন্ত্রিত স্থাপনায় হামলা চালিয়েছে। হামাসের ঘাঁটি, ট্যাংক–বিধ্বংসী লঞ্চার ও বিভিন্ন অবকাঠামো ছিল ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এর পর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪টি, নারী ১ হাজারের বেশি।

আরও পড়ুন
আরও পড়ুন

ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।

ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

এদিকে গাজায় নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ শনিবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিক্ষোভ হয়েছে।

এসব বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। তাঁরা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বিক্ষোভে অংশ নেন প্রায় ১৫ হাজার মানুষ। বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, ব্রিসবেন ও পার্থে।

আরও পড়ুন