মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন

ন্যাটোর এক সভায় যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়ার সময় হাত নাড়ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ২৭ নভেম্বরছবি: এপি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর গত দেড় মাসে তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চলতি সপ্তাহে তাঁর এ সফর শুরু হবে। এ সফরে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে তিনি আলোচনা করবেন, যাতে দুই দেশের মধ্যে আরও বন্দিবিনিময় করা যায়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি গতকাল সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আরও বাড়ানোর আশা করছে। তবে এটা হামাসের বন্দিমুক্তির ওপর নির্ভর করছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল থেকে গাজায় চার দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে গতকাল বিবদমান দুই পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে রাজি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের খবর জানা গেল।

ন্যাটোর একটি সভায় যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রয়েছেন ব্লিঙ্কেন। সেখানে এক মার্কিন কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে অ্যান্টনি ব্লিঙ্কেন তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে তিনি (অ্যান্টনি ব্লিঙ্কেন) গাজায় মানবিক ত্রাণসহায়তা বাড়ানোর ব্যাপারে জোর দেবেন। এ ছাড়া হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি ও গাজার বাসিন্দাদের সুরক্ষা বাড়ানো নিয়েও কথা বলবেন।

মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, অঞ্চলটিতে মিত্র দেশগুলোর সঙ্গে গাজার ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তার পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী।