পশ্চিম তীরে মসজিদের বাংকারে ‘হামাসের আস্তানায়’ হামলার দাবি ইসরায়েলের

হামলার পর ক্ষতিগ্রস্ত মসজিদ প্রাঙ্গণ। জেনিন আশ্রয়শিবির, পশ্চিম তীর, ২২ অক্টোবর
ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই মসজিদের নিচের বাংকার ব্যবহার করে জঙ্গিরা সংগঠিত হামলা চালাত।

স্থানীয় সময় আজ রোববার ভোরে জেনিনের একটি আশ্রয়শিবিরে অবস্থিত আল-আনসার নামের ওই মসজিদে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

গত কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি বাহিনীর অন্তত দ্বিতীয় হামলা এটি।

আরও পড়ুন

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ সংঘাতের জেরে ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরও অশান্ত হয়ে উঠেছে।

ইসরায়েলের দাবি, আল-আনসার মসজিদের নিচে বাংকার ব্যবহার করতেন হামাস ও ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদের সদস্যরা, যাঁরা সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলার জন্য দায়ী।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি গোয়েন্দারা যে তথ্য জানতে পেরেছিলেন, তা ইঙ্গিত দিচ্ছিল যে শিগগিরই ওই বাংকার থেকে সন্ত্রাসীরা হামলা করতে যাচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী একটি ছবি প্রকাশ করেছে, তাতে মসজিদের নিচে বাংকারের একটি প্রবেশদ্বার দেখা যাচ্ছে। একটি নকশাও প্রকাশ করা হয়েছে, যাতে দেখানো হয়েছে বাংকারের কোথায় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল।

আরও পড়ুন

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় অন্তত এক ফিলিস্তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আশ্রয়শিবিরের বাসিন্দারা জানিয়েছেন, হামলার আগে তাঁরা ইসরায়েলি বাহিনীর কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন, যাতে তাঁরা নিরাপদ দূরত্বে সরে যেতে পারেন।

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা অবরুদ্ধ করে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, হামাসের হামলায় বিদেশি নাগরিকসহ ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন