ইসরায়েল পাল্টা হামলা চালালে ‘পুরো দায়’ নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানিফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায়, তাহলে এর ‘পুরো দায়’ যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ইঙ্গিতের পর এই হুঁশিয়ারি দিল দেশটি।

গতকাল সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে একটি চিঠি দেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সেখানে এ হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বাইডেনের মন্তব্যকে ‘গভীরভাবে উদ্বেগজনক ও উসকানিমূলক’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

১ অক্টোবর ইসরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার পর গত শুক্রবার বাইডেনের কাছে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ইরানের হামলার জবাব ইসরায়েল কখন ও কীভাবে দেবে, সে সম্পর্কে তাঁর ধারণা আছে কি না? জবাবে বাইডেন বলেছিলেন, ‘হ্যাঁ’।

চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘(বাইডেনের) উত্তেজনা সৃষ্টিকারী এই বক্তব্য গভীর উদ্বেগের। কারণ, এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে অবৈধ সামরিক আগ্রাসন চালাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং খোলাখুলি সমর্থনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

আমির সাইদ ইরাভানি আরও বলেন, তাই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পুরো দায় নিতে হবে।

আরও পড়ুন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধানদের হত্যার প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর ইসরায়েলে ওই হামলা চালিয়েছিল তেহরান। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এর পরে বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তিনি ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চান। তবে এ হামলায় দেশটির পারমাণবিক ও জ্বালানি তেল–সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না।