২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যুদ্ধ শুরুর পর ১০ হাজার টন অস্ত্র–গোলাবারুদ পেয়েছে ইসরায়েল

কামানের গোলা হাতে এক ইসরায়েলে সেনাছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর সহায়তা হিসেবে ১০ হাজার টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে ইসরায়েল। আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিবিসির খবর অনুযায়ী মঙ্গলবার অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ২০০তম কার্গো উড়োজাহাজ ইসরায়েলে অবতরণ করে। তবে কোন দেশের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পেয়েছে, তা উল্লেখ করা হয়নি।

ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পাওয়া এসব সামরিক সহায়তার মধ্যে রয়েছে অস্ত্র, গোলাবারুদ, সাঁজোয়া যান, সৈন্যদের জন্য সুরক্ষাবর্ম ও চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম।

ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সরকারের দেওয়া হিসাবে, প্রতিবছর তেল আবিবকে ৩৮০ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম দেয় ওয়াশিংটন।