ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় তুরস্ক
সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন কথা বলেছেন। খবর রয়টার্সের।
তুর্কি প্রেসিডেন্ট দেশটির সম্প্রচার মাধ্যম এটিভিকে এক সাক্ষাৎকারে এমন কথা বলেন। তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন মন্তব্য করলেন এরদোয়ান। তবে সম্পর্কে উত্তেজনা কমে আসে ২০০৮ সালের পর। এ বছর প্রথমবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ আঙ্কারা সফর করেন।
ইসরায়েলে গত চার বছরের মধ্যে এ নিয়ে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজনৈতিকভাবে ক্ষমতায় ফেরার পথে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত মঙ্গলবার দেশটিতে সাধারণ নির্বাচনের পর বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।