‘হামাস যোদ্ধা’ ভেবে ইসরায়েলের হামলায় গাজায় দাতব্য সংস্থার ৩ কর্মী নিহত

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি দেখছেন কয়েকজন ফিলিস্তিনি। খান ইউনিস, গাজাছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একজন কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলায় অংশ নেওয়া হামাস যোদ্ধাদের একজন তিনি।

তবে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, দক্ষিণ গাজায় বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সও নিহত ব্যক্তির পরিচয় বা গত বছর তিনি ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিলেন কি না, সেসব বিষয় নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

আরও পড়ুন

হামলার প্রতিক্রিয়ায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দাতব্য সংস্থার কর্মী নিহত হওয়ার ঘটনা শুনে তারা মর্মাহত হয়েছে। সংস্থাটি এ-ও বলেছে, এ ঘটনায় গাজায় নিজেদের তৎপরতা সাময়িকভাবে স্থগিত রাখছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন আরও বলেছে, ‘অকল্পনীয় এমন মুহূর্তে আমরা আমাদের সহকর্মী ও তাদের পরিবারের পাশে রয়েছি।’ ওই গাড়িতে হামলায় নিহত ব্যক্তি ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিলেন কি না, তা তাদের জানা নেই বলেও উল্লেখ করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।

এ ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার স্থল খান ইউনিস শহরের চিকিৎসাকর্মীরা বলছেন, পূর্ব খান ইউনিসে একটি গাড়িতে চালানো ওই হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুন

ওই ঘটনার পর খান ইউনিসের নাসের হাসপাতালে একজন নারী ‘ডব্লিউসিকে’ (ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন) লোগো–সংবলিত এক ব্যক্তির ব্যাজ দেখান। ব্যাজে ‘কন্ট্রাক্টর’ শব্দ এবং ওই ব্যক্তির নাম লেখা ছিল। ওই নারী বলেন, ‘এ ব্যাজটি যাঁর, তিনি হামলায় নিহত হয়েছেন।’ হাসপাতালের মেঝেতে জিনিসপত্রের কিছু স্তূপ দেখা যায়। এর মধ্যে ছিল পোড়া ফোন, একটি ঘড়ি ও ডব্লিউসিকে লোগোসহ স্টিকারও।

এ হামলার পর খান ইউনিসে আরেকটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসাকর্মীরা জানান। ময়দা সংগ্রহ করতে আসা লোকজনের এক ভিড়ের কাছে এ হামলা চালানো হয়। চিকিৎসাকর্মীরা বলেন, গাজায় ত্রাণ সরবরাহের কাজ তদারকিতে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা ব্যবহার করছিলেন গাড়িটি।

আরও পড়ুন

এর আগে গত এপ্রিলে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের এক গাড়িবহরে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় সাত কর্মী নিহত হন। তাঁদের বেশির ভাগই ছিলেন বিদেশি। ইসরায়েলের সামরিক বাহিনী ঘটনাটিকে ভুলবশত হামলা বলে দাবি করেছিল।