২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গাজার শিশু হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাংক

উত্তর গাজায় ইসরায়েল বাহিনীর একটি ট্যাংক
ছবি: এএফপি

ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের গাজা উপত্যকার হাসপাতালগুলো। আজ শুক্রবার উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর বোমা। এ অঞ্চলের আল-রানতিসি শিশু হাসপাতালও ইসরায়েলি ট্যাংক ঘিরে ফেলেছে বলে জানা গেছে।

গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছে, আল-শিফা হাসপাতালে হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হামলার পর হাসপাতালের একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতাল এলাকায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ভিডিওটি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কর্তৃপক্ষ।

আরও পড়ুন

হাসপাতালটির চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, ইসরায়েলের হামলার কারণে অনেক রোগী চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে চলে গেছেন। গত মাস থেকে সবাই হাসপাতালটিকে অনিরাপদ হিসেবে দেখছেন। যদিও জায়গাটি সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালটির সামনের এলাকায় হামলা চলছে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘আপনি প্রচুর গুলির শব্দ শুনতে পাবেন। আর বুঝতে পারবেন ইসরায়েলি ট্যাংকগুলো আল-শিফা হাসপাতালের কাছাকাছি চলে এসেছে।’

আল-শিফা হাসপাতালের ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। হামলার কারণে গাজার ২০ হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে জানিয়ে সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘আমি আল-শিফা হাসপাতালে হামলার বিস্তারিত জানি না। তবে এটুকু জানি সেখানে বোমা হামলা চালানো হয়েছে।’

এদিকে উত্তর গাজার আল-রানতিসি শিশু হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাংক। ফিলিস্তিনি সাংবাদিক ও অধিকারকর্মীদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালটির ফটকের কাছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করা রয়েছে। এ সময় গুলির শব্দ পাওয়া যাচ্ছিল।

আল-রানতিসি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষায়িত। গতকাল বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছিলেন, জ্বালানির অভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে সেখানে কিডনি জটিলতায় আক্রান্ত ৩৮ শিশু বড় ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে আশ্রয় নিয়েছেন প্রায় ১ হাজার ফিলিস্তিনি।

আরও পড়ুন