বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে যে জবাব দিল হামাস

ইসরায়েলের হামলায় আহত এক কিশোরের পাশে বসে আছেন একজন নারী। দেইর আল-বালাহ, মধ্য গাজা, জুন ৯, ২০২৪ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, তাদের ‘ইতিবাচক’ সাড়া এ উপত্যকায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে ‘সুপ্রশস্ত পথ’ খুলে দিয়েছে। তারা চায় এমন এক যুদ্ধবিরতি, যার মধ্য দিয়ে গাজায় বৈরিতার স্থায়ী অবসান ঘটবে।

হামাসের এমন ইতিবাচক মনোভাবের পরও এই সংগঠন বা ইসরায়েল—কোনো পক্ষ চুক্তি সইয়ের ব্যাপারে প্রকাশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত না করায় ওই প্রস্তাবের ভবিষ্যৎ অনিশ্চিত বলে বিশ্লেষকেরা জানাচ্ছেন।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাজা থেকে ও হামাসের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য এসেছে। প্রস্তাবের ওপর তাঁদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি।
অ্যান্টনি ব্লিঙ্কেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর গতকাল মঙ্গলবার ওই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় হামাস। তবে ইসরায়েল বলেছে, এই সাড়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই শামিল। কেননা, হামাসের একজন কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিকল্পনায় তাঁদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন নেই।

প্রস্তাবের ওপর হামাসের প্রতিক্রিয়া পাওয়ার কথা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যস্থতাকারী মিসর ও কাতার। তবে এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

আজ বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, এক বিবৃতিতে হামাস যে জবাব দিয়েছে, তা ‘দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ ও ইতিবাচক’। এটি যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি সইয়ের ‘এক সুপ্রশস্ত পথ’ খুলেছে।

আরও পড়ুন

আগের দিন মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রতিক্রিয়ায় হামাসের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। তাঁদের অবস্থান হলো, এ যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় বৈরিতার স্থায়ী অবসান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা উপত্যকার পুনর্গঠন ও ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে।

হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রতিক্রিয়ায় হামাসের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। তাঁদের অবস্থান হলো, যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় বৈরিতার স্থায়ী অবসান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, গাজা উপত্যকার পুনর্গঠন ও ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে।

এ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা আমাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করছি। আমি মনে করি, এর মধ্যে বড় ধরনের কোনো ফারাক নেই। বল এখন ইসরায়েলের কাছে।’

ইতিমধ্যে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল তাদের প্রস্তাব গ্রহণ করেছে। যদিও ইসরায়েল প্রকাশ্যে এমন কিছু বলেনি।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বাইডেনের ওই প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪টি। বিপক্ষে কোনো ভোট না পড়লেও মার্কিন–সমর্থিত প্রস্তাবটি নিয়ে রাশিয়া ভোটদানে বিরত ছিল।

আরও পড়ুন
গাজায় সাত মাসের বেশি সময় ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী
ফাইল ছবি: রয়টার্স

এই প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায়, বিশেষ করে এর কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে পুরোদমে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিনই ঘটছে ব্যাপক প্রাণহানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবারই বলছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান শেষ করবে না ইসরায়েল।

এদিকে ইসরায়েলের একজন কর্মকর্তা গতকাল বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাঁরা হামাসের জবাব জানতে পেরেছেন। হামাস তাদের সাড়ায় ‘প্রস্তাবের প্রধান ও সবচেয়ে অর্থপূর্ণ বিষয়াবলি বদলে দিয়েছে’। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, হামাস জিম্মি মুক্তির বিষয় নাকচ করে দিয়েছে।

ইতিমধ্যে, তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। হামাসের মন্তব্যকে ‘আশার চিহ্ন’ বলে আখ্যায়িত করেছেন তিনি। তবে বলেছেন, এটি অন্তর্ভুক্তিমূলক নয়।  

আরও পড়ুন

তেল আবিবে সাংবাদিকদের অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাজা থেকে ও হামাসের নেতৃবৃন্দের কাছ থেকে এই বক্তব্য এসেছে। প্রস্তাবের ওপর তাঁদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি।’

যুদ্ধবিরতি পরিকল্পনায় যা আছে

পরিকল্পনাটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে। প্রথম পর্যায়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময়ে গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে।

যুদ্ধবিরতির সময় হামাস ‘নির্দিষ্টসংখ্যক’ জিম্মিকে মুক্তি দেবে। তাঁদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি ও আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েক শ মানুষকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে। গাজায় প্রতিদিন মানবিক সহায়তাবাহী ৬০০ ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক আবাসনের ব্যবস্থা করবে।

ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয়, তবে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে।

দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাঁদের মধ্যে জিম্মি সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে ‘স্থায়ীভাবে শত্রুতা বন্ধে’ উন্নীত করা হবে।

তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি ‘পুনর্গঠন–পরিকল্পনা’ বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় এ উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে।

আরও পড়ুন