ফিলিস্তিন-ইসরায়েল: রাতে পাল্টাপাল্টি হামলা

গাজায় আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল অভিমুখে দুটি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েল এই রকেট ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে। পরে তারা গাজায় আকাশপথে হামলা চালিয়েছে। খবর রয়টার্সের

গতকাল বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনার পর রাতে পাল্টাপাল্টি হামলা হলো।

রাতে গাজা থেকে রকেট হামলার জেরে সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। রকেট হামলায় ইসরায়েলি পক্ষে কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গাজা থেকে ছোড়া রকেট ঠেকিয়ে দিয়েছে।

গত রাতে ইসরায়েল থেকে রকেট-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে যাওয়ার ভিডিও ফুটেজ প্রচার করেছে ইসরায়েলি চ্যানেল ১২।
কয়েক ঘণ্টা পর ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা আকাশপথে গাজায় হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজায় হামাসের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে গতকাল ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এই অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজাভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এই ঘটনার বদলা নেওয়ার অঙ্গীকার করে। তবে গত রাতে কারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে, তা কেউ তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

আরও পড়ুন

জেনিনের ঘটনার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, তারা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত সমন্বয়ের ইতি টানছে। এই ব্যবস্থার আওতায় পশ্চিম তীরে আইনশৃঙ্খলা বজায় রাখা হচ্ছিল। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রতিরোধে এই ব্যবস্থা সহায়তা করছিল। অতীতে প্রতিবাদের অংশ হিসেবে অনেকবার এই সহযোগিতা স্থগিত করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গতকালের অভিযানে নিহত ব্যক্তিদের সংখ্যা হিসাব করলে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হাতে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটল।

তৃতীয় দফায় বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন ব্যাপক বেড়েছে।