ইতিহাসের এই দিনে: ইউরোপের ভবিষ্যৎ নিয়ে তিন বিশ্বনেতার বৈঠক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইয়াল্টা সম্মেলনে তিন বিশ্বনেতা—চার্চিল, রুজভেল্ট ও স্তালিন
ছবি: এএফপি

১৯৪৫ সালের ৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নে বৈঠকে বসেন তখনকার তিন বিশ্বনেতা। তাঁরা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও সোভিয়েত নেতা জোসেফ স্তালিন। ইতিহাসে তাঁদের এই বৈঠক ‘ইয়াল্টা সম্মেলন’ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে তিন বিশ্বনেতা এই সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন

যাত্রা শুরু ফেসবুকের

বর্তমানে বিশ্বে কয়েক শ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন
প্রতীকী ছবি: এএফপি

সময়টা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের যাত্রা শুরু হয়। মার্ক জাকারবার্গ তখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি তাঁর হাত ধরে ফেসবুকের যাত্রা শুরু হয়। পরের সময়টা শুধু ইতিহাস গড়ার। জাকারবার্গের স্বপ্নের ফেসবুক পরে সামাজিক যোগাযোগমাধ্যমের আইকনিক প্রতিষ্ঠানে রূপ নেয়। বর্তমানে বিশ্বে কয়েক শ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন।

আরও পড়ুন

কৃত্রিম রেডিয়াম উদ্ভাবন

প্রাকৃতিকভাবে কিছু পাথরে রেডিয়াম পাওয়া যায়। তবে ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি গবেষণাগারে প্রথমবারের মতো সিনথেটিক রেডিয়াম উদ্ভাবন করা হয়। উদ্ভাবন করেন মার্কিন বিজ্ঞানী জন জে লিভিনগুড।

আরও পড়ুন

মুক্তি পায় প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র

চলচ্চিত্রটির নাম ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’। ডিজনির এই চলচ্চিত্র ১৯৩৮ সালের আজকের দিনে মুক্তি পায়। এটি ছিল বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে এই চলচ্চিত্র।

আরও পড়ুন
আরও পড়ুন