একনজর: বিশ্বে যা ঘটল সারা দিন

আজ ১৩ নভেম্বর, সোমবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান ও সিরিয়ার কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ইসরায়েলি হামলায় স্বজন নিহত হওয়ায় শোকগ্রস্ত এক ব্যক্তি। গাজার আর-নিজ্জর হাসপাতালে, ১২ নভেম্বর
ছবি: এএফপি

ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানিসংকটে একের পর এক হাসপাতাল কর্তৃপক্ষ কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। জ্বালানিসংকটে ফিলিস্তিনের গাজার প্রধান হাসপাতাল আল শিফা আগেই বন্ধ হয়ে গেছে। এবার সেখানকার আরও দুটি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে বন্ধ হওয়া হাসপাতাল দুটি হলো আল-কুদস হাসপাতাল ও কামাল আদওয়ান হাসপাতাল।

আল–শিফা হাসপাতালের বাইরের অংশ, ১০ নভেম্বর
ছবি: এএফপি

গাজা উপত্যকায় জ্বালানিসংকটে কার্যক্রম চালাতে না পারা আল–শিফা হাসপাতালকে দৈনিক ৩০০ লিটার জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, এ পরিমাণ জ্বালানি দিয়ে মাত্র আধা ঘণ্টা কাজ চালানো যাবে।

যুক্তরাজ্যের লন্ডনে গত শনিবারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই পাল্টা বিক্ষোভকারী
ছবি: রয়টার্স

এদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত শনিবার পাল্টাপাল্টি বিক্ষোভের দিন জাতিগত বিদ্বেষে উসকানিসহ নানা অপরাধে সাত ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনায় তারা মোট ১৪৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই পাল্টা বিক্ষোভকারী। এ ছাড়া শনিবারের ঘটনায় পুলিশের ৯ কর্মকর্তা আহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ। লন্ডন, যুক্তরাজ্য, ১১ নভেম্বর
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে যখন লাখো মানুষ বিক্ষোভ করছেন, তখন ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন এক মার্কিন ধনকুবের। ইসরায়েলের পক্ষে প্রচারণা চালাতে কয়েক লাখ ডলারের তহবিল গড়ে তুলছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও আবাসন ব্যবসায়ী ব্যারি স্টার্নলিক্ট। এর মাধ্যমে ইসরায়েলের প্রতি মানুষের সহানুভূতি আদায়ের পাশাপাশি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরতে চাইছেন তিনি।

সুয়েলা ব্রেভারম্যান
ফাইল ছবি: রয়টার্স

এদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। শুরু থেকেই ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সমালোচনা করে আসছেন ব্রেভারম্যান। সম্প্রতি তিনি একটি নিবন্ধ লিখেছেন যাতে তিনি অভিযোগ করেছেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

ইমরান খান
রয়টার্স ফাইল ছবি

সাইফার মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বিচার কার্যক্রম কারাগারে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির বিচারও হবে কারাগারের অভ্যন্তরে। পাকিস্তানের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভা আজ সোমবার এ–সংক্রান্ত অনুমোদন দিয়েছে।

পাকিস্তান ও চীনের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও পাকিস্তান। আরব সাগরে এই যৌথ মহড়া চলছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর মিয়ানমারের সঙ্গে প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নেওয়ার পরপর চীন ও পাকিস্তানের যৌথ মহড়া শুরু হয়েছে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি এলাকায় বিমান হামলার পর আগুন জ্বলছে
ছবি: এএফপি

সিরিয়ার ইদলিব অঞ্চলে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। গত শনিবার এ হামলা হয়েছে। সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিতের বরাত দিয়ে গতকাল রোববার রাতে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার
ছবি: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে

ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে অংশ নেওয়া পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রোববার মার্কিন কর্মকর্তারা জানান, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।