ইতিহাসের এই দিনে
ভারতে ‘সুপারফাস্ট’ ট্রেন চালু
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ট্রেনটির নাম ডেকান কুইন এক্সপ্রেস। ভারতের বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে পুনে পর্যন্ত যাত্রী পরিবহনে ট্রেনটি চালু হয়। প্রথম যাত্রা ছিল ১৯৩০ সালের এই দিনে। ভারতে চলাচলকারী প্রথম সুপারফাস্ট বা দ্রুতগতির ট্রেন ছিল এটি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলে এই ট্রেন।
উত্তরের চৌম্বকীয় মেরু আবিষ্কার
উত্তর মেরুর চৌম্বকীয় অংশ আবিষ্কৃত হয় ১৮৩১ সালের এই দিনে। আবিষ্কার করেন ব্রিটিশ অভিযাত্রী জেমস ক্লার্ক রস ও তাঁর দলের সদস্যরা।
ঢেকে দেওয়া হলো সব বাতি
অতিরিক্ত আলো পরিবেশের জন্য ক্ষতিকর, দূষণের কারণ। এই চিন্তা চেক প্রজাতন্ত্রে প্রথম দেখা যায়। বিশ্বে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাতি ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে দেশটিতে। ২০০২ সালের এই দিনে এ নিয়ম চালু হয়। চেক প্রজাতন্ত্রে নিয়ম মেনে বাইরের সব বাতির ওপর আলাদা করে শেড দিতে হয়। অর্থাৎ, বাতি ঢেকে রাখতে হয়। এর ফলে যতটুকু জায়গায় প্রয়োজন, ঠিক ততটুকু জায়গায় আলো ছড়াবে বাতিটি। এতে আলোর কারণে সৃষ্ট দূষণ কমে আসবে।
হেঁটে হাজার ঘণ্টায় হাজার মাইল পাড়ি
স্কটল্যান্ডের ক্যাপ্টেন রবার্ট বার্কলে অ্যালারদিসের অনন্য একটি রেকর্ড রয়েছে। তিনি এক হাজার ঘণ্টায় এক হাজার মাইল পাড়ি দিয়েছেন। তিনি এই কীর্তি গড়েছেন পায়ে হেঁটে। বাজি ধরে এই কাণ্ড ঘটান রবার্ট। ১৮০৯ সালের ১ জুন হাঁটা শুরু করেছিলেন তিনি। মাত্র ১২ দিনে লক্ষ্যে সফল হন রবার্ট। তাঁর এই কীর্তি ওই শতকে প্রতিযোগিতামূলক হাঁটাকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল।