ইতিহাসের এই দিনে: ক্ষমতা ছাড়েন ফিদেল কাস্ত্রো
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। সফল বিপ্লবের পর কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। সেই পদে ছিলেন টানা ৩১ বছর। অবশেষে ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন ফিদেল কাস্ত্রো। বিশ্বে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাদের একজন ফিদেল।
অগ্ন্যুৎপাতে ১৫০০ জনের প্রাণহানি
সময়টা ১৬০০ সালের ১৯ ফেব্রুয়ারি। বর্তমান পেরুর হুয়ানাপুতিনা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রাণ যায় প্রায় ১ হাজার ৫০০ মানুষের। ধ্বংস হয়ে যায় আশপাশের অনেক গ্রাম।
মঙ্গলপৃষ্ঠের মানচিত্র তৈরি
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোযান ওডেসি। ২০০২ সালের আজকের দিনে এই নভোযান মঙ্গলপৃষ্ঠের মানচিত্র তৈরির কাজ শুরু করে। ‘লাল গ্রহ’ নামে পরিচিত মঙ্গলের অসংখ্য ছবি তুলে নভোযানটি পৃথিবীতে পাঠায়। ভিনগ্রহে সবচেয়ে দীর্ঘ সময় সক্রিয় থাকা নভোযান এটি।
কোপারনিকাসের জন্মদিন আজ
পোল্যান্ডের খ্যাতিমান জ্যোতির্বিদ নিকোলাস কোপারনিকাস। তিনি একাধারে একজন গণিতবিদ, অর্থনীতিবিদ, অনুবাদক ও কূটনীতিক। আজ কোপারনিকাসের জন্মদিন। ১৪৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁর জন্ম।