ইতিহাসের এই দিনে: চীনের রাজধানী হলো বেইজিং
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৪২০ সালের ২৮ অক্টোবর। চীনে তখন মিং সাম্রাজ্যের শাসন চলছে। বেইজিং তখন ‘উত্তরের রাজধানী’ নামে পরিচিত। মিং শাসকেরা এদিন ঘোষণা দেন, বেইজিং হবে পুরো সাম্রাজ্যের নতুন রাজধানী। আধুনিক চীনের রাজধানীও এই বেইজিং। বর্তমান বিশ্বের অন্যতম জনবহুল ও আধুনিক একটি শহর এটি।
প্রকাশিত হয় গালিভারের গল্প
খ্যাতিমান আইরিশ লেখক জোনাথন সুইফটের বই ‘গালিভার’স ট্রাভেল’। লিলিপুটদের রাজ্যে লম্বা গালিভারের ভ্রমণ নিয়ে এই গল্প পুরো বিশ্বে আলোড়ন ফেলে দেয়। ১৭২৬ সালের এই দিনে বইটি প্রথম প্রকাশ পায়। পরে বিশ্বের বিভিন্ন ভাষায় এই বই অনূদিত হয়েছে।
যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দিল ফ্রান্স
প্রায় দেড় শ বছর ধরে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়। ফ্রান্সের কাছ থেকে ১৮৮৬ সালের এই দিনে ভাস্কর্যটি উপহার পায় যুক্তরাষ্ট্র। কয়েক ভাগে ভাগ করে নৌপথে মার্কিন উপকূলে এনে এ ভাস্কর্য জোড়া দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আইকনিক স্থাপনার স্বীকৃতি পেয়েছে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি।
শুভ জন্মদিন বিল গেটস
দীর্ঘদিন বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিজের দখলে রেখেছিলেন বিল গেটস। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা তিনি। সাবেক স্ত্রী মেলিন্ডাকে নিয়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস নামে একটি দাতব্য সংস্থা চালান গেটস। আজ মার্কিন এই ধনকুবেরের জন্মদিন। ১৯৫৫ সালের ২৮ অক্টোবর বিল গেটসের জন্ম।