সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চায় না তুরস্ক: আঙ্কারা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানফাইল ছবি: রয়টার্স

সিরিয়ায় ইসরায়েলের মুখোমুখি হতে চায় না তুরস্ক। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা বলেছেন। তিনি আরও বলেন, সিরিয়ার সামরিক স্থাপনাগুলোয় ইসরায়েলের একের পর এক হামলা দেশটির নতুন সরকারের সক্ষমতা কমাবে। এতে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন শত্রুদের হুমকি মোকাবিলায় বাধা আসবে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ায় হামলা চালিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা উসকে দিচ্ছে ইসরায়েল। নিজ দেশের নিরাপত্তার বিষয়ে সিরিয়ার বাসিন্দারা সিদ্ধান্ত নেবেন।

সিরিয়ায় গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করেন বিদ্রোহীরা। তাঁদের গঠন করা নতুন সরকারের প্রধান হয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল–শারা। তিনি তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। এদিকে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির ভাষ্য, সিরিয়ায় শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে টিকে থাকতে দেবে না তারা।