৩৮ স্ত্রী, ৮৯ সন্তান রেখে মারা গেলেন তিনি

জিওনা চানা ও তাঁর পরিবার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর–পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরাম। সেখানেই স্ত্রী, সন্তান, নাতি–নাতনি নিয়ে জিওনা চানার সংসার। তবে শুধু সংসার বললে ভুল হবে, ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান ও ৩৩ নাতি–নাতনি নিয়ে হয়তো বিশ্বের সবচেয়ে বড় সংসারটিই তাঁর। পরপারে পাড়ি জমিয়েছেন এই সংসারের কর্তা জিওনা।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৬ বছর বয়সে আজ বেলা তিনটায় মিজোরামের একটি হাসপাতালে মারা গেছেন জিওনা। তাঁর পুরো নাম জিওনঙ্ঘাকা। রাজ্যের বাকতাওং ত্লাংনুয়াম গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন জিওনা।

টুইটারে জিওনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। তিনি লেখেন, ‘শোকাক্রান্ত হৃদয়ে জিওনাকে (৭৬) বিদায় জানাচ্ছে মিজোরাম। বিশ্বাস করা হয়, ৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা ছিলেন। এ পরিবারের কারণে তাঁদের গ্রাম বাকতাওং ত্লাংনুয়াম ও মিজোরাম পর্যটকদের অন্যতম আগ্রহের জায়গা হিসেবে বিবেচিত হয়। শান্তিতে থাকুন, স্যার।’

১৯৪৫ সালের ২১ জুলাই, মিজোরামে জন্ম নিয়েছিলেন জিওনা। মাত্র ১৭ বছর বয়সে তিনি প্রথম বিয়ে করেন। জিওনার প্রথম স্ত্রী বয়সে তাঁর চেয়ে তিন বছরের বড় ছিল। এরপর তিনি একে একে ৩৮ স্ত্রী ঘরে তোলেন। ঘর আলো করে আসে ৮৯ জন সন্তান। রয়েছে ৩৩ জন নাতি–নাতনি।

পাহাড়ি গ্রামে পুরো পরিবার নিয়ে একটি চারতলা বাড়িতে বসবাস করতেন তিনি। স্থানীয় লোকজনের কাছে তাঁর শতাধিক কক্ষের এই বাড়ি চুয়ান থার রান বা নিউ জেনারেশন হোম নামে পরিচিত। বাড়িতে জিওনার স্ত্রী, সন্তানদের জন্য আলাদা আলাদা কক্ষ থাকলেও তাঁরা সবাই একত্রে রান্না করে খান।

নিজস্ব সম্পদ ও ধর্মীয় অনুসারীদের দানে পুরো পরিবারটির অন্ন সংস্থান হয়ে থাকে। একই বাড়ির শতাধিক কক্ষে এতজন স্ত্রী, সন্তান, নাতি–নাতনি নিয়ে জিওনার এই সংসার পর্যটকদের নজর কেড়েছিল।