২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শান্তি আলোচনা চলবে, জানাল উলফা

অনুপ চেটিয়া
অনুপ চেটিয়া

ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাবে জঙ্গি সংগঠন সংযুক্ত মুক্তি বাহিনী, আসাম (উলফা)। আজ রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটাই জানালেন উলফা নেতারা। সেই সঙ্গে তাঁদের দাবি, ভারতের লোকসভার নির্বাচনের পরই আলোচনা শেষ করতে হবে। অযথা বিলম্ব করা চলবে না।

লোকসভা ভোটের আগেই ভারত সরকারের কাছে অসমিয়া জাতি, জনগোষ্ঠী, জনজাতির স্বার্থ সুরক্ষিত করে ভূমিপুত্রদের জমির অধিকার, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চুক্তি চেয়েছিল উলফা। কিন্তু সেই চুক্তি এখনো হয়নি।

তবে এদিন সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষকীতে উলফার আলোচনাপন্থী নেতা ও সদস্যরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসামের বঙ্গাইগাঁও জেলার নোয়াপাড়ায় সংগঠনের অস্থায়ী শিবির (নবনির্মাণ কেন্দ্রে)। সামরিক পোশাকে উলফা সদস্যরা নিজের ‘জাতীয় পতাকা’ উত্তোলনের পাশাপাশি নিহত সহযোদ্ধাদের অভিবাদন জানান।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া, সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া, স্বঘোষিত বিদেশ সচিব শশধর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অরবিন্দ প্রথম আলোকে বলেন, তাঁরা দ্রুত আলোচনা শেষ করতে চান। তবে সেটা অসমিয়া ভূমিপুত্রদের স্বার্থ ক্ষুণ্ন করে নয়। সেই সঙ্গে তিনি জানান, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা কোনো রাজনৈতিক দলকেই সমর্থন জানাবে না। তবে রাজ্যবাসীকে নিজেদের স্বার্থ সুরক্ষার কথা মাথায় রেখে ভোট দিতে পরামর্শ দেন তিনি।

অনুপ চেটিয়া প্রথম আলোকে বলেন, গত ৪০ বছরে ১ হাজার ৭৬০ জন উলফা সদস্য নিজেদের জাতির স্বার্থ রক্ষায় আত্মবলিদান করেছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেক সহযোদ্ধা। তাই অসমিয়া জাতির স্বার্থরক্ষায় উলফা কোনো আপস করবে না বলেও তিনি দাবি করেন।

পরেশ বড়ুয়ার নেতৃত্বে উলফার স্বাধীন গোষ্ঠী এখনো ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। তবে উলফার বড় অংশই আট বছর ধরে আলোচনায় অংশ নিচ্ছে।

আলোচনা চলাকালে সংগঠনের সমস্ত অস্ত্র ভারত সরকার ও উলফা নেতারা যৌথ হেফাজতে তালাবন্দী করে রেখেছে। আর উলফার সাধারণ সদস্যরা থাকছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত নয়টি নবনির্মাণ কেন্দ্র বা অস্থায়ী ছাউনিতে।