বিজেপির রথযাত্রায় ফের আদালতের স্থগিতাদেশ
বিজেপির রথযাত্রায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ অনুমতি দেওয়ার পর আজ শুক্রবার একই আদালতের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে আদালত বিজেপি ও রাজ্য সরকারকে কিছু শর্ত দিয়ে এই রথযাত্রার অনুমতি দিয়েছিলেন।
এই আদেশের বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তারা প্রধান বিচারপতি দেবাশীষ কর গুপ্তের ডিভিশন বেঞ্চে ওই নির্দেশ বাতিলের আবেদন করে। ওই আবেদনের শুনানি শেষে আজ ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশনা বাতিল করে রথযাত্রার ওপর স্থগিতাদেশ দিয়ে আবেদনটি আবার একক বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ বিজেপির রথযাত্রার অনুমতি দেন। আয়োজকদের শর্ত দেওয়া হয়, এক জেলা থেকে অন্য জেলায় রথযাত্রা প্রবেশের ১২ ঘণ্টা আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোনো ক্ষয়ক্ষতি হলে দায়ী থাকবে বিজেপি। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেও রথযাত্রার আয়োজকদের পুরো নজর রাখতে হবে। রথযাত্রা করতে হবে শান্তিপূর্ণভাবে। অন্যদিকে সরকারপক্ষকেও শর্ত দেওয়া হয়, রথযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মোতায়েন রাখতে হবে পর্যাপ্ত পুলিশ। অশান্তি হলে আয়োজকদের মতো প্রশাসনকেও দায় নিতে হবে।
আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হওয়ার কথা। তাই রাজ্যজুড়ে নির্বাচনী ঝড় তুলতে বিজেপি এবার ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নামে তিনটি প্রচার রথ বের করার সিদ্ধান্ত নিয়েছে। রথযাত্রা তিনটি বের হবে রাজ্যর তিন প্রান্ত থেকে। রথযাত্রা শেষে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে ২৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।