২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লম্বা চুলে ওয়ার্ল্ড রেকর্ড

১ / ৬
রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের গুজরাট রাজ্যে। রাজ্যের মোদাসা শহরে নিলানশি প্যাটেল নামের ১৭ বছর বয়সী এক কিশোরীর চুল ৬ ফুটের বেশি লম্বা। ছবি: এএফপি
রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের গুজরাট রাজ্যে। রাজ্যের মোদাসা শহরে নিলানশি প্যাটেল নামের ১৭ বছর বয়সী এক কিশোরীর চুল ৬ ফুটের বেশি লম্বা। ছবি: এএফপি
২ / ৬
লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে নিলানশি প্যাটেল। ছবি: এএফপি
লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে নিলানশি প্যাটেল। ছবি: এএফপি
৩ / ৬
সবচেয়ে লম্বা চুলের অধিকারী হতে চুল বড় করেনি নিলানশি। ছয় বছর বয়সে একবার সেলুনে চুল কাটাতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই চুল কাটানো পছন্দ হয়নি নিলানশির। ফলে আর চুল কাটেননি সে। ছবি: এএফপি
সবচেয়ে লম্বা চুলের অধিকারী হতে চুল বড় করেনি নিলানশি। ছয় বছর বয়সে একবার সেলুনে চুল কাটাতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই চুল কাটানো পছন্দ হয়নি নিলানশির। ফলে আর চুল কাটেননি সে। ছবি: এএফপি
৪ / ৬
নিলানশি এই প্রথম রেকর্ডস বুকে নাম লিখিয়েছে এমনটা নয়, এর আগে ২০১৮ সালের ২১ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল সে। তখন তাঁর চুল ছিল ১৭০.৫ সেন্টিমিটার( ৫ ফুট ৭ ইঞ্চি) লম্বা। ছবি: এএফপি
নিলানশি এই প্রথম রেকর্ডস বুকে নাম লিখিয়েছে এমনটা নয়, এর আগে ২০১৮ সালের ২১ নভেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিল সে। তখন তাঁর চুল ছিল ১৭০.৫ সেন্টিমিটার( ৫ ফুট ৭ ইঞ্চি) লম্বা। ছবি: এএফপি
৫ / ৬
গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ১৯০ সেন্টিমিটার (৬ ফুট ২.৮ ইঞ্চি) লম্বা চুলের জন্য সম্প্রতি আবার রেকর্ড ফিরে পেয়েছে নিলানশি। ছবি: এএফপি
গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ১৯০ সেন্টিমিটার (৬ ফুট ২.৮ ইঞ্চি) লম্বা চুলের জন্য সম্প্রতি আবার রেকর্ড ফিরে পেয়েছে নিলানশি। ছবি: এএফপি
৬ / ৬
নিলানশি বলে, ‘আমি আমার চুল পছন্দ করি। আমি কখনোই আমার চুল কাটিনি। আমার মায়ের স্বপ্ন ছিল, আমার নাম গিনেস বুকে উঠবে।’ছবি: এএফপি
নিলানশি বলে, ‘আমি আমার চুল পছন্দ করি। আমি কখনোই আমার চুল কাটিনি। আমার মায়ের স্বপ্ন ছিল, আমার নাম গিনেস বুকে উঠবে।’ছবি: এএফপি