রাম ও অযোধ্যা নেপালের: কেপি শর্মা
লাখো হিন্দুধর্মাবলম্বী বিশ্বাস করেন, তাঁদের দেবতা রামের জন্ম ভারতের অযোধ্যায়। কিন্তু নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বললেন অন্য কথা। তিনি বলেছেন, এই অযোধ্যা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রাম। গত সোমবার নিজের বাসভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতায় এই মন্তব্য করেছেন তিনি।
কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন, ভারত দেশটির ওপর সাংস্কৃতিক নিপীড়ন ও আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া বিজ্ঞানে নেপালের অবদানের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি যে সীতাকে আমরা রাজকুমার রামকে দিয়েছিলাম, তবে আমরা রাজপুত্রকেও দিয়েছি, অযোধ্যা থেকে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়। এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্য ঘটনাগুলোকে দখল করে নেওয়া হয়েছে।’