মোদি সরকারের বিরুদ্ধে কলকাতার বিশিষ্টজনেরা ঐক্যবদ্ধ হচ্ছেন

ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন কলকাতার বিশিষ্টজনেরা। এই লক্ষ্যে প্রতিবাদের সুর চড়াতে তাঁরা আগামীকাল সকালে কলকাতার শিশির মঞ্চে আয়োজন করেছেন এক প্রতিবাদ সমাবেশের। এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন বিশিষ্টজন। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন কলকাতার বিশিষ্টজনেরা। এই লক্ষ্যে প্রতিবাদের সুর চড়াতে তাঁরা আগামীকাল সকালে কলকাতার শিশির মঞ্চে আয়োজন করেছেন এক প্রতিবাদ সমাবেশের। এই বিষয়ে বিবৃতি দিয়েছেন কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন বিশিষ্টজন। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন কলকাতার বিশিষ্টজনেরা। ইতিমধ্যে সরকারের নীতির কারণে দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। এই লক্ষ্যে প্রতিবাদের সুর চড়াতে তাঁরা আগামীকাল সকালে কলকাতার শিশির মঞ্চে আয়োজন করেছেন এক প্রতিবাদ সমাবেশের।

গতকাল শুক্রবার কবি শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন বিশিষ্টজনের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মের নামে বিভিন্ন রাজ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। চেষ্টা চলছে এ দেশে অভূতপূর্ব অন্ধকার নামিয়ে আনার। মুক্তচিন্তা, বহুস্বর, মত ও পথের স্বাধীনতা আজ বিপন্ন। বিপন্ন হয়ে পড়ছে ব্যক্তির ও গোষ্ঠীর জীবনাচরণ ও ধর্মাচারের অধিকার। তাই সময় এসেছে সম্মিলিতভাবে প্রতিরোধ করার।’

বিবৃতিতে আরও বলা হয়, দিল্লির ক্ষমতাসীন সরকার একের পর এক গণতন্ত্রবিরোধী নীতি এবং পদক্ষেপের মাধ্যমে গণতন্ত্রশূন্য ভারত গড়ে তুলতে চাইছে। দেশের বিভিন্ন স্থানে মানুষ আক্রান্ত হচ্ছে। ধর্মের নামে রাজ্যে রাজ্যে তৈরি হচ্ছে এক অস্থির পরিবেশ। প্রতিবাদ করলে প্রতিবাদীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভারতবর্ষ এই মুহূর্তে এক বিচিত্র গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে চলছে। সংবিধানের নামে, গণতন্ত্রের নামে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারাই এখন নেমেছে গণতান্ত্রিক রীতিনীতিকে ধ্বংস করার খেলায়।

দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের অবস্থানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামীকাল রোববার সকাল ১০টায় কলকাতার শিশির মঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন কবি শঙ্খ ঘোষ, নাট্যব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্র প্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, কবি জয় গোস্বামী, সাহিত্যিক দেবেশ রায়, নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়, অভিনেতা কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, শিক্ষাবিদ চিন্ময় গুহ, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, চিত্রকর গণেশ হালুই, রবীন মজুমদার প্রমুখ।