২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মহানবীকে নিয়ে মন্তব্যে উত্তর প্রদেশে সংঘর্ষ, গ্রেপ্তার ৩৬

প্রতীকী ছবি

হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের অভিযোগে দেশটির উত্তর প্রদেশের কানপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের এ ঘটনায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর এনডিটিভির।

কর্মকর্তারা জানান, ভিডিও ফুটেজ দেখে সহিংসতায় জড়িতদের শনাক্ত করার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।

পুলিশ কমিশনার বিজয় সিং মিনা বলেন, ভিডিও দেখে আরও লোকজনকে শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁদের সম্পদ জব্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জ্ঞানবাপি মসজিদ নিয়ে সম্প্রতি এক সংবাদ বিতর্কে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে জুমার নামাজের পর একটি পক্ষ দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানালে আরেকটি পক্ষ বিরোধিতা করে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এবং ইটপাটকেল ছোড়ে। এতে ১৩ পুলিশ সদস্য ও দুই পক্ষের ৩০ জন আহত হন বলে জানান কর্মকর্তারা।

আরও পড়ুন

বিজয় সিং বলেন, ৫০-১০০ তরুণের একটি দল হঠাৎ সড়কে নেমে স্লোগান দিতে থাকে। আরেকটি পক্ষ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকলে ছোড়া শুরু করে।’ তিনি আরও বলেন, ‘ওই সময় আট থেকে ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে ছিলেন। তাঁরা দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নিয়ন্ত্রণ কক্ষকে তাৎক্ষণিক ঘটনাটি অবহিত করা হয়। আমিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাই।’

ভারতের বারানসির জ্ঞানবাপি মসজিদ নিয়ে সম্প্রতি উত্তেজনার সৃষ্টি হয়েছে। কট্টরপন্থী হিন্দুদের দাবি, এখানে একটি প্রাচীন মন্দির ছিল। তবে মুসলিমরা এমন দাবি নাকচ করে দিয়েছেন। এ নিয়ে করা একটি মামলা বর্তমানে জেলা আদালতে বিচারাধীন।

আরও পড়ুন