বিজয় দিবস উদ্যাপন করবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড
কলকাতায় বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদ্যাপন করবে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড। তারা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে।
এতে যোগ দিচ্ছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তারা। পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠান আয়োজন করা হবে।
গতকাল শনিবার সকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনটি উদ্যাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ভি শ্রীহরি এমজিজিএস, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান এবং কলকাতার প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ১৪ ডিসেম্বরের সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। থাকবেন পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা কর্মকর্তাসহ বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাসহ অতিথিরা। এ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে যাবেন ১৩ মুক্তিযোদ্ধাসহ ৩০ সদস্যের প্রতিনিধিদল।
বিজয় দিবসকে সামনে রেখে আর্মি অফিসার্স ইনস্টিটিউটের সামনের মাঠে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের এক চিত্র প্রদর্শনী। সেখানে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সময়ের নানা ছবি ও ঐতিহাসিক তথ্য।
এবারের অনুষ্ঠানে থাকবে মিলিটারি ব্যান্ডের কনসার্ট, মিলিটারি ট্যাটু, হেলিকপ্টার প্রদর্শন, বাইক প্রদর্শন ইত্যাদি।