২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিজেপি ছাড়া সবাই সৎ: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। রয়টার্স ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিপিএম-কংগ্রেস দেশকে ধ্বংস করবে, তা আমি বিশ্বাস করি না। এ রাজ্যে বিজেপি ছাড়া সব দল সৎ। কয়েকটা আসন দখল করে ভাববেন না যে কেউ পালাবে। বিজেপিকে উৎখাত করবই।’

গতকাল বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।

এত দিন সিপিএম ও কংগ্রেসের সমালোচনা করলেও হঠাৎ করে ঘুরে গেছেন মমতা। রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে মমতার মন্তব্যে বিরোধীরা চমকে গেছে। অথচ এর আগে এসব দলকে তিনি ‘সাইনবোর্ডের দল’ বলেছিলেন।

মমতা বলেছেন, ‘আমাদের এখন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়া দরকার।’

গত আট বছরে মমতা শুধু সিপিএমকে সমালোচনা করলেও এবার দলটিতে প্রশংসা করছেন তিনি। তিনি বোঝাতে চাইছেন, বিজেপি রুখতে এই রাজ্যে সিপিএম ও কংগ্রেস ছাড়া পথ নেই।

বিজেপি নেতা মুকুল রায় মমতার এ মন্তব্যের পর বলেন, ‘মমতা স্বীকার করে নিলেন, বিজেপিকে রোখা তাঁর পক্ষে সম্ভব নয়। বিজেপিই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাই তিনি এবার কংগ্রেস-সিপিএমকে একজোট করতে চাইছেন। এটাও প্রমাণ হয়ে গেল তৃণমূল এখন ক্ষয়িষ্ণু শক্তি।’

রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, ‘তৃণমূল ডুবন্ত নৌকা। সকলে মমতার পাশে দাঁড়াব—এমন দিবাস্বপ্ন দেখবেন না। বামফ্রন্টের কোনো বিকল্প নেই। বিজেপির শ্রীবৃদ্ধির নেপথ্যে রয়েছেন মমতাই। তিনিই বিজেপির বাড়বাড়ন্তের জন্য দায়ী।’

বিধানসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। তৃণমূলের সঙ্গে জোটেরও কোনো সম্ভাবনা নেই। রাজ্যে বিজেপির বৃদ্ধির জন্য তৃণমূল দায়ী। মুখ্যমন্ত্রীর উচিত এ জন্য ক্ষমা চাওয়া।’