বিজেপি-কংগ্রেস-সিপিএম যমজ ভাই: মমতা

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর কলেজ ময়দানে তৃণমূল আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর কলেজ ময়দানে তৃণমূল আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এনআরসি, এনপিআর, সিএএর মাধ্যমে দেশ থেকে মানুষ তাড়ানোর আগেই দেশবাসী দেশ থেকে বিজেপি তাড়াবে। কারণ, মানুষ আর এই সাম্প্রদায়িক বিজেপিকে চাইছে না। ভারত হলো এক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাস করে আসছে। তাই বিজেপির ধর্ম নিয়ে বিভাজন রাজনীতিকে মেনে নেবে না দেশবাসী। বিজেপির তাড়ানোর আগেই এই দেশ থেকে মানুষ বিজেপিকেই তাড়াবে।’

গতকাল বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর কলেজ ময়দানে তৃণমূল আয়োজিত এক সমাবেশে মমতা বলেছেন, ‘বিজেপি ভাবছে ক্ষমতায় এসেছি, দেশটাকে দখল করে নেব, সবাইকে তাড়িয়ে দেব।’ এর পরই তিনি বলেন, ‘আপনারা কী তাড়াবেন! এ দেশের মানুষই আপনাদের তাড়াবে।’

মমতা বলেন, ‘ভাত দেবে না এনআরসি দেবে, কী ভেবেছে ওরা? আমরা কোনো বাধা মানব না। এই এনআরসি, সিএএ, এনপিআরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা বন্দুক-গুলিতে ভয় পাই না। বাংলায় এনআরসি, এনপিআর, সিএএ হতে দেব না। দিচ্ছি না। আমরা রয়েল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ বাংলায় এক হয়ে গেছে বিজেপি-কংগ্রেস-সিপিএম। ওরা যমজ ভাই জগাই-মাধাই-গদাই। ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা মিথ্যে প্রচার করছে। ওদের লক্ষ্য এই রাজ্যে বিজেপিকে জেতানো। তাই ওদের কথায় বিশ্বাস করবেন না। ওরা সকালে একদল, দুপুরে একদল, বিকেলে একদল আর রাতে আরেক দল করে। ওদের সম্পর্কে সজাগ থাকুন। ওরা মিথ্যে কথা বলছে এনআরসি নিয়ে। মিথ্যে বলছে সিএএ ও এনপিআর নিয়েও। আমরা আগেই ঘোষণা দিয়েছি, এখনো বলছি, ওরা আপনাদের মিথ্যে বুলি আওড়িয়ে বিভ্রান্ত করছে। ওদের মিথ্যে বুলিতে বিভ্রান্ত হবেন না।’

এ সময় মমতা জোর দিয়ে বলেন, ‘ওরা ভয় দেখাচ্ছে এনআরসির নামে এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প গড়ার। আমি আবার বলছি, এই রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প গড়তে দেওয়া হবে না। কারণ এখানে এনআরসি হচ্ছে না।’

মমতা প্রশ্ন তোলেন, ‘ওরাই কি হিন্দু? আমি নই, আমরা নই? কে দিয়েছে এই সার্টিফিকেট ওদের? ওরা আজ দেশকে দেউলিয়া করে দিচ্ছে। বিক্রি করত চাইছে দেশের সম্পদ। বিক্রি করতে উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া, রেল, টেলিফোন সংস্থা (বিএসএনএল), জীবনবিমার (এলআইসি) মতো বৃহৎ সংস্থাকে। এটা আমরা মানব না। আমরা ওদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব বাঘের মতো। আমাদের পাশে রয়েছে সেই বাঘের আবাসস্থল সুন্দরবন। তাই ওরা মিথ্যে বুলি আওড়িয়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। সাবধান, ওদের কথায় বিশ্বাস করবেন না। বিভ্রান্ত হবেন না।’

মমতা বলেন, ‘ওরা সংসদে সেকেন্ডে সেকেন্ডে বিল আনে। বিলে কী ঢোকাচ্ছে কে জানে! খসড়া বিল পড়ার সুযোগ দিচ্ছে না। তাই বলছি সিএএ, এনআরসি ও এনপিআরের নামে কোনো তথ্য দেবেন না। ফরম পূরণ করবেন না। কারণ রাজ্য সরকার এই রাজ্য থেকে সিএএ, এনআরসি এবং এনপিআর বাতিল করে দিয়েছে। তাই সাবধান, ওদের পাতা ফাঁদে পা দেবেন না। কোনো তথ্যও দেবেন না। কোনো ফরমও পূরণ করবেন না। ওরা মিথ্যে প্রচার করছে।’