পোলিও টিকার বদলে খাওয়ানো হয় স্যানিটাইজার
ভারতের মহারাষ্ট্রে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় পোলিও টিকা খাওয়া কর্মসূচি। রাজধানী মুম্বাই থেকে ৭০০ কিলোমিটার দূরে সেদিন ইয়াভাতমাল জেলার একটি গ্রামে পোলিও টিকা খেতে গেলে ১২ শিশুকে খাইয়ে দেওয়া হয় স্যানিটাইজার। এরপরই অসুস্থ হয়ে পড়ে শিশুগুলো। এদের বয়স পাঁচ বছরের নিচে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
জেলা কর্মকর্তারা জানান, দায়িত্বে গাফিলতির জন্য ওই কেন্দ্রের একজন চিকিৎসক, একজন নার্স ও একজন স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের অবস্থা এখন স্থিতিশীল।
ইয়াভাতমালা জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল বলেন, এই ১২ শিশুকে পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার দেওয়া হয়েছে। পরে এদের মধ্যে একজন বমি ও খারাপ লাগার কথা জানায়। তাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পাঞ্চাল বলেন, এ ঘটনায় তদন্ত চলছে এবং ওই তিন স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হবে।
অন্য আরেকজন কর্মকর্তা বলেন, টিকা খাওয়ানো শেষে গ্রামের প্রধান পোলিও টিকা গণনা করে দেখার সময় বিষয়টি ধরা পড়ে।