পার্লামেন্টে মুসলিম আইনপ্রণেতাশূন্য দলে পরিণত হচ্ছে বিজেপি

ভারতের পার্লামেন্ট ভবন
ছবি: রয়টার্স

ভারতের পার্লামেন্টে বিজেপির কোনো মুসলিম আইনপ্রণেতা থাকছেন না। খবর আল–জাজিরার।

বিজেপির ইতিহাসে এই প্রথম পার্লামেন্টে দলটি মুসলিম আইনপ্রণেতাশূন্য হচ্ছে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দলটির নেতা মুখতার আব্বাস নাকভি। তিনি কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘুবিষয়কমন্ত্রী ছিলেন। নাকভি রাজ্যসভার সদস্য। আজ বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্য দিয়ে বিজেপি তার ইতিহাসে প্রথম পার্লামেন্টে মুসলিম আইনপ্রণেতাশূন্য দলে পরিণত হচ্ছে।

ভারতের পার্লামেন্টে বিজেপির প্রায় ৪০০ জন এমপি রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ৬৪ বছর বয়সী নাকভি ছিলেন একমাত্র মুসলিম মন্ত্রী।

নাকভির পদত্যাগের পর সংখ্যালঘুবিষয়কমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা ৪৬ বছর বয়সী স্মৃতি ইরানি। তিনিও রাজ্যসভার একজন আইনপ্রণেতা।

অবশ্য পদত্যাগের আগে থেকেই আলোচনায় ছিলেন নাকভি। তাঁকে ভারতের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার কথা বিজেপি বিবেচনা করছে বলে গুঞ্জন রয়েছে।

দুই নেতার ইসলামবিরোধী মন্তব্যের জেরে বৈশ্বিক সমালোচনার মুখে রয়েছে বিজেপি। এমন প্রেক্ষাপটে দলটি একজন মুসলিমকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করার বিষয়টি বিবেচনা করছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

আগামী ৬ আগস্ট ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু। তাঁর মেয়াদ শেষ হবে ১০ আগস্ট।

মোদির বিজেপি নিজেদের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল দাবি করে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিজেপির ৩০১ জন সদস্য রয়েছেন। তাঁরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত। তাঁদের মধ্যে কোনো মুসলিম সদস্য নেই।

রাজ্যসভার সদস্য হিসেবে আজ নাকভির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাতেও বিজেপির কোনো মুসলিম সদস্য থাকছে না।

ভারতের ২৮ রাজ্যের ১৮টিতে সরাসরি বা জোটগতভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। এসব রাজ্যের বিধানসভায় বিজেপির কোনো মুসলিম আইনপ্রণেতা নেই।

বিশ্লেষকেরা বলছেন, বিজেপির স্লোগান হলো সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়ন। দলটিতে মুসলিম আইনপ্রণেতা না থাকার বিষয়টি এই স্লোগানের বিপরীত।

২০১৪ সালের জাতীয় নির্বাচনে সাতজন মুসলিমকে মনোনয়ন দিয়েছিল বিজেপি। কিন্তু সেবার তাঁদের কেউ জিততে পারেননি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি। এই নির্বাচনে ছয়জন মুসলমিকে বিজেপি মনোনয়ন দিয়েছিল। তাঁরা সবাই হেরে যান।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের ওপর নিগ্রহ চালানোর অভিযোগে বিজেপি সমালোচিত হয়ে আসছে।

ভারতে প্রায় ২০ কোটি মুসলমান রয়েছে। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরে বিশ্বের তৃতীয় সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর বাস ভারতে।