পশ্চিমবঙ্গে মেট্রো–লোকাল ট্রেন ও বিমান চলাচলে নিষেধাজ্ঞা উঠল
করোনা নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনের (যেসব এলাকায় আক্রান্ত বেশি) লকডাউনের মেয়াদ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘোষণা দেন। তবে মমতা জানান, ১ সেপ্টেম্বর থেকে কলকাতার শহরতলিতে মেট্রো ও লোকাল ট্রেন চালু করা হলে তাঁর সরকারের আপত্তি নেই। ৩১ আগস্ট থেকে বন্ধ থাকা বিমান চলাচল শুরু হবে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজ্যব্যাপী শুরু হচ্ছে এক দিনের লকডাউন।
মমতা বলেন, ট্রেন চালাতে হবে করোনার সামাজিক দূরত্ববিধি মেনে। ট্রেনে ওঠার সময় স্বাস্থ্য পরীক্ষা করে তুলতে হবে যাত্রীদের। একটি কামরায় ৫০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। তবে একই সঙ্গে চালানো যাবে না সব লোকাল ও মেট্রো ট্রেন। চালাতে হবে ধাপে ধাপে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩১ আগস্ট পর্যন্ত কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ভারতের ৬টি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল পুনরায় সপ্তাহে তিন দিন করা যেতে পারে। এই ৬টি শহর হল দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, নাগপুর ও আহমেদাবাদ। মমতা আরও জানান, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল–কলেজ বন্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা জানান, ২০ সেপ্টেস্বরের আগে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এই লকডাউনের মেয়াদ পরবর্তী সময়ে আর বাড়ানো হবে কি না। একই সঙ্গে তিনি আরও ঘোষণা দিয়েছেন, গত জুলাই মাস থেকে এই রাজ্যে চলে আসা সাপ্তাহিক পূর্ণমাত্রার লকডাউন সেপ্টেম্বর মাসে হবে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর। আগস্টে এই সাপ্তাহিক লকডাউনের আজ পঞ্চম দফার লকডাউন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গজুড়ে তা সকাল ৬টা থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। আর এ মাসের সর্বশেষ লকডাউন হবে ৩১ আগস্ট। এর আগে এ মাসে এই লকডাউন হয়েছে ৫, ৮, ২০ ও ২১ আগস্ট।
পশ্চিমবঙ্গে রয়েছে ৬৭৬টি কনটেনমেন্ট জোন। আর কলকাতায় এখন রয়েছে ১৭টি কনটেনমেন্ট জোন।
মমতার ঘোষণামতে, জুলাই মাসের শেষের দিকে এই রাজ্যে বহাল হওয়া সাপ্তাহিক পুরোপুরি লকডাউনের এ মাসের আজ বৃহস্পতিবার পঞ্চম দিন। আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে রাজ্যব্যাপী এই সম্পূর্ণ লকডাউন। শেষ হবে রাত ১০টায়। এই লকডাউনের জেরে আজ কার্যত গোটা রাজ্য বনধের রূপ নেয়। যানবাহন, হাটবাজার, অফিস–আদালত সম্পূর্ণ বন্ধ। শুধু চালু রয়েছে অত্যাবশ্যকীয় পরিষেবা। পুলিশ এই সম্পূর্ণ লকডাউন সফল করার জন্য গোটা রাজ্যে পথে নেমেছে। লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিচ্ছে আইনি ব্যবস্থা। কলকাতায় নেমেছে ৮ হাজার পুলিশ। এ মাসের শেষ সম্পূর্ণ লকডাউন হবে ৩১ আগস্ট।