জঙ্গি তৎপরতা বাড়ছে: আসামের মুখ্যমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে জঙ্গি তৎপরতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গত শনিবার আসাম পুলিশ জঙ্গি তৎপরতায় জড়িত অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলে আসাম পুলিশ জানিয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল রোববার রাতে বিশ্বশর্মা রাজ্যে জঙ্গি তৎপরতা নিয়ে এ কথা বললেন।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আসাম পুলিশের একটি বিশেষ শাখা গঠন করে, রাজ্যে জিহাদি কার্যকলাপের ওপরে নজর রাখা এবং তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমাদের গোপন তথ্য সংগ্রহের নেটওয়ার্ক বাড়ানো হচ্ছে। কারণ, এখানে একাধিক সন্ত্রাসী চক্র (মডিউল) কাজ করছে।’
পুলিশের বক্তব্য, ভারতীয় উপমহাদেশে আল–কায়েদার শাখা একিউআইএসের হয়ে কাজ করার জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশের এবং বাকি চারজন বরপেটা জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত।
বড়পেটা জেলাকে একটি ছোট ঘাঁটি হিসেবে ব্যবহার করে তাঁরা কাজ করছিলেন। অভিযুক্তদের কাছ থেকে নানা ধরনের সন্দেহজনক কাগজপত্র ও সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। অভিযুক্তদের তরফে বা তাঁদের পরিবার থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।