২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

খুলছে তাজমহল, অনলাইনেই কাটতে হবে টিকিট

২১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহলছবি: টুইটার

করোনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহল। অবশেষে ২১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল। তাজমহলের টিকিট বুকিং দেওয়া যাবে কেবল অনলাইনেই। প্রতিদিন ৫ হাজার দর্শক তাজমহল দেখতে পারবেন। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আগ্রা ফোর্টের জন্য দর্শক সংখ্যাও। সেখানে যেতে পারবে ২ হাজার ৫০০ জন।

সরকারের নির্দেশনা অনুসারে ১ সেপ্টেম্বর থেকে দিল্লির সিকান্দ্রা, ফতেহপুর সিক্রি এবং এতমউদ্দৌল্লাসহ ছোট ছোট স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়েছে। এবার ২১ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে তাজমহলও। তাজমহলে প্রবেশের জন্য করোনার বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। পড়তে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।
আগে তাজমহলের বাইরে কাউন্টারে মিলত ভেতরে প্রবেশের টিকিট। তবে এখন থেকে টিকিট কাটতে হবে অনলাইনে। আগে দু’রকমের টিকিটের মূল্য ছিল ৫০ ও ২৫০ রুপি। সেই মূল্যই থাকবে নাকি বদল যাবে তা অবশ্য জানা যায়নি।

এর আগে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাজমহল বন্ধ রাখা হয়েছিল। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে