কর্ণাটকে সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে টিপু সুলতান বাদ
ভারতের কর্ণাটক রাজ্যে সপ্তম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ের পাঠ্যসূচি থেকে আঠারো শতকে মহীশূরের সুলতান টিপু সুলতান ও তাঁর বাবা হায়দার আলীর ওপর লেখা নিবন্ধ বাদ দেওয়া হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষাপটে রাজ্য সরকার ২০২০-২১ শিক্ষাবর্ষের সিলেবাস কাটছাঁট করার যে সিদ্ধান্ত নিয়েছে, এ পদক্ষেপ তারই অংশ।
সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানায়, সপ্তম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হলেও টিপু সুলতানের ওপর লেখা অধ্যায়গুলো ষষ্ঠ ও দশম শ্রেণির পাঠ্যসূচিতে বহাল রাখা হয়েছে। পিটিআইয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী সপ্তম শ্রেণির সংশোধিত সিলেবাসে সমাজবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে টিপু সুলতান, তাঁর বাবা হায়দার আলী, মহীশূরের ঐতিহাসিক স্থাপনা ইত্যাদি নিয়ে লেখা বাদ দেওয়া হয়েছে।