করোনা রোগীকে কুষ্ঠ রোগের ওষুধ প্রয়োগ করে সাফল্য দাবি
এক গুরুতর (ক্রিটিক্যাল) করোনা রোগীকে কুষ্ঠ রোগের ওষুধ মাইক্রোব্যাকটরিয়াম-ডব্লিউ প্রয়োগ করে সাফল্য পাওয়ার দাবি করেছেন ভারতের একদল চিকিৎসক। গতকাল রোববার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) চিকিৎসকেরা এই দাবি করেছেন।
এইমসের চিকিৎসকেরা বলছেন, ওই করোনা রোগী হাসপাতালের ভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন। এর পর চিকিৎসকেরা ওই রোগীর শরীরে কুষ্ঠ রোগের ওষুধ মাইক্রোব্যাকটরিয়াম-ডব্লিউ প্রয়োগ করেন। সাত দিন ওই ওষুধ প্রয়োগে সাফল্য পাওয়া যায়। ওই করোনা রোগী এখন সুস্থ হয়ে উঠছেন। তাঁকে সাধারণ বেডে নেওয়া হয়েছে।
কলকাতার বিশিষ্ট চিকিৎসক সুমিত পোদ্দার ও শান্তনু মুন্সী সংবাদমাধ্যমকে বলেন, এটা তাঁদের কাছে একটি সুখবর। এ নিয়ে আরও পরীক্ষা চালানো হবে।