কমলা হ্যারিসের মায়ের নামে ভারতে স্কুল
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা ডা. শ্যামলা গোপালানের নামে ভারতের তেলেঙ্গানা রাজ্যে শ্যামলা এডুকেশন সোসাইটির উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দাতব্য প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। গতকাল শনিবার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ সোসাইটির প্রতিষ্ঠাতা এন সুরেশ রেড্ডি। এটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও সামাজিক সেবার মতো খাতগুলোয় অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করবে।
সোসাইটি বিবৃতি দিয়ে বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করার কথা জানিয়ে বলেছে, ‘আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে ভারতীয় জনসংখ্যার সম্ভাব্য সর্বাধিক অংশে তা ছড়িয়ে দিয়ে সুনাম তৈরি করতে চায় সোসাইটি। অত্যন্ত সম্মানিত উপদেষ্টা বোর্ডের সদস্যদের সহায়তায় মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
শ্যামলার জন্ম ১৯৩৮ সালে। তাঁর বাবা পিভি গোপালান ছিলেন সরকারি কর্মকর্তা। মাত্র ১৯ বছর বয়সে শ্যামলা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন ও এন্ডোক্রাইনোলজিতে ডক্টরেট করেন। তিনি নেতৃস্থানীয় একজন ক্যানসার গবেষক। রোগটি নিয়ে সচেতনতায় প্রচারণাও চালান।
শ্যামলা এডুকেশন সোসাইটি তেলেঙ্গানায় বিশ্বমানের একটি স্কুল চালু করতে প্রস্তুত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে হায়দরাবাদের কাছে একটি নতুন ক্যাম্পাসে পুরোদমে এর কার্যক্রম শুরু হবে।
সোসাইটির দেওয়া আনুষ্ঠানিক ওই বিবৃতি অনুযায়ী সুরেশ রেড্ডি বলেছেন, ভারতের শিক্ষাক্ষেত্রে অবদান রাখাই হলো শ্যামলা এডুকেশন সোসাইটির লক্ষ্য।