ঋণের আওতায় শ্রীলঙ্কায় আরও জ্বালানি তেল পাঠাল ভারত

শ্রীলঙ্কার বন্দরে নোঙর করছে জ্বালানি তেলবাহী ভারতীয় জাহাজ
ছবি: টুইটার

শ্রীলঙ্কায় আরও ৭৬ হাজার টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। কলম্বোকে দেওয়া ঋণ সহায়তার আওতায় ভারত গত ২৪ ঘণ্টায় এ তেল সরবরাহ করেছে। শ্রীলঙ্কায় তীব্র জ্বালানিসংকট শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশটিকে ২ লাখ ৭০ হাজার টনের বেশি তেল সরবরাহ করেছে ভারত। খবর এনডিটিভির।

সর্বশেষ ২ এপ্রিল ভারত থেকে ৪০ হাজার টন ডিজেলভর্তি একটি জাহাজ শ্রীলঙ্কার বন্দরে পৌঁছায়। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্য ভারত ঘোষিত ১০০ কোটি ডলার ঋণসীমার আওতায় এ সহায়তা দেওয়া হয়। গত মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে নয়াদিল্লি সফরের সময় এ ঋণ চুক্তি হয়।

আরও পড়ুন

মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকায় জ্বালানি আমদানি করতে পারছে না। এ পরিস্থিতিতে প্রতিবেশী এ দেশ যাতে কিছু তাৎক্ষণিক প্রয়োজন মিটিয়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে, এ জন্য ঋণ সহায়তার আওতায় জ্বালানি সরবরাহ করছে ভারত।

আর্থিক সংকট নিয়ে শ্রীলঙ্কায় ব্যাপক রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। আর্থিক দুর্দশাগ্রস্ত মানুষ সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেননি। তবে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

দুই কোটির বেশি জনসংখ্যার দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বাজারে পণ্য নেই। খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। মূল্যস্ফীতির রেকর্ড হয়েছে। ব্যাপক দুর্দশায় দিন যাপন করছে মানুষ। বলা হচ্ছে, ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর দেশটি এত সংকটে পড়েনি।

আরও পড়ুন