মিয়ানমারের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা নাগাল্যান্ডের এনএসসিএন-আইএমের

ভারতের নাগাল্যান্ড ও মিজোরাম রাজ্য মিয়ানমার সীমান্তলাগোয়াফাইল ছবি: রয়টার্স

ভারত–মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করেছে নাগাল্যান্ড রাজ্যের সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইজ্যাক মুইভা। সংগঠনটি সংক্ষেপে এনএসসিএন-আইএম নামে পরিচিত।

এনএসসিএন-আইএম বলেছে, ভারত–মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার সম্পূর্ণ বিরোধী তারা। 

এনএসসিএন-আইএমের সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা চলছে। এর মধ্যেই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা (ভারত-মিয়ানমারের মধ্যে) একটি পরিবার হিসেবে বসবাস করি। এখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত আমাদের পক্ষে অনুমোদন করা সম্ভব না।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘একক পরিবার হিসাবে সীমান্তে বেড়া দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের অধিকার লঙ্ঘন করে। এক জাতি হিসেবে ভারত ও মিয়ানমারের ভূমিতে বসবাস করি আমরা। সেই কারণেই দুই দিকে অবাধ যাতায়াত প্রয়োজন। এই যাতায়াত বন্ধের অনুমতি আমরা দিতে পারি না।’

গত শনিবার আসামের গুয়াহটিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, উত্তর–পূর্ব ভারতের সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত সিল করে দিতে চলেছে ভারত। মিয়ানমারের সঙ্গে ভারতের যে অবাধ যাতায়াতের চুক্তি আছে, সেই চুক্তি ভারত সরকার পুনর্বিবেচনা করবে। দুই দেশের মধ্যে আসা যাওয়ার ব্যবস্থাও বন্ধ হবে।

আরও পড়ুন

এর আগে মিজোরামের সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ভারত-মিয়ানমারের মধ্যে বেড়া দেওয়ার সিদ্ধান্ত তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। মনিপুরের কুকি আদিবাসীদের সর্বোচ্চ সামাজিক সংগঠন কুকি-ইনপিও একই সুরে এর বিরোধিতা করেছিল।

আরও পড়ুন