বোমাতঙ্কে তুরস্কে ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ
বোমা আতঙ্কে ভারতের ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। গতকাল শুক্রবার উড়োজাহাজটি তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে অবতরণ করে। তবে তল্লাশি শেষে দেখা গেছে, ওই উড়োজাহাজে কোনো বোমা রাখা নেই। এরজুরুম শহরের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্কের কর্মকর্তারা বলেন, উড়োজাহাজটির একটি শৌচাগারে পাওয়া কাগজে লেখা ছিল, সেখানে বোমা রাখা আছে। এমন অবস্থায় বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত সেখানে তল্লাশি চালায়। উড়োজাহাজের ২৩৪ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ভিসতারার এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তাজনিত কারণে মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ইউকে২৭ ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এরজুরুমে ফ্লাইটটি অবতরণ করে।
তুরস্কের এরজুরুম শহরের গভর্নর মুস্তফা সিফতসি বিমানবন্দরে উপস্থিত থাকা সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১১টা নাগাদ আমরা সব ধরনের তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম শেষ করেছি। আমরা যেসব কাজ করেছি, তাতে দেখা গেছে যে বোমা হামলার হুমকির তথ্যটি ভিত্তিহীন।’
অনুসন্ধান কাজ চলাকালে পূর্ব সতর্কতা হিসেবে বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তল্লাশি শেষ হওয়ার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে।
মুস্তফা বলেন, ‘আমাদের প্রদেশের দিকে আসা এবং প্রদেশ ছেড়ে আসা সব ফ্লাইট এখন ঠিকমতো চলতে পারবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভিস্তারা কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তা সংস্থার কর্মীরা ওই উড়োজাহাজ থেকে যাত্রী এবং ক্রুদের সরিয়ে নিয়েছেন। উড়োজাহাজটি ফাঁকা করে সেখানে প্রয়োজনীয় সব তল্লাশি চালানো হয়েছে।
উড়োজাহাজ সংস্থাটি আরও বলেছে, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ তুরস্কে তাদের একটি বিকল্প উড়োজাহাজ পৌঁছাবে। ওই উড়োজাহাজটিতে করে যাত্রীদের তুরস্ক থেকে ফ্রাঙ্কফুর্টে নিয়ে যাওয়া হবে।