শুধু শাড়ি পরিয়ে যিনি তারকা

ডলি জৈন। শাড়ি পরতে না পারা এই নারী এক সময় পড়ে যান শাড়ির প্রেমেছবি: ফেসবুক থেকে

একটা সময় ছিল যখন বাঙালি নারীদের একমাত্র পোশাকই ছিল শাড়ি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। এখন মেয়েরা ঘরে–বাইরে সমানে কাজ করছেন। ফলে শাড়ির চেয়ে সালোয়ার–কামিজ ও পশ্চিমা ধাঁচের পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। তারপরও এখনো বিয়ে, জন্মদিনসহ যেকোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে মেয়েদের প্রথম পছন্দ শাড়ি। যাঁরা নিজেরা শাড়ি পরতে পারেন না, তাঁরা অনুষ্ঠান এলেই শাড়ি পরতে ছোটেন পারলারে।

আবার যাঁরা শাড়ি পরতে পারেন, তাঁদেরও অনেকে অনুষ্ঠানে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে দক্ষ হাতের শরণাপন্ন হন। এমন একজন যিনি একসময় শাড়িই পরতে পারতেন না, তিনি এখন শাড়ি পরিয়ে তারকা। অনুষ্ঠান এবং ব্যক্তি বুঝে ‘ফি’ নেন লাখো রুপি। চমকে উঠলেন! ঘটনা সত্যি, ভারতে ডলি জৈন নামের এক নারী এখন তারকাদের কাছে তারকা।

গত জানুয়ারিতে ইন্ডিয়ান আইডল ১৩ সিজনে হাজির হয়েছিলেন ডলি। সেখানে কথায়–কথায় বললেন, ‘আমার এমন একটা বাড়িতে বিয়ে হয়েছিল, যেখানে বাড়ির বিবাহিত নারীদের শুধু শাড়ি পরতে হতো। আর আমি শাড়ি একদম পছন্দ করতাম না। বিয়ের পর প্রতিদিন শাড়ি পরতে আমার প্রায় ৪৫ মিনিট সময় লেগে যেত। আমি ভাবতাম আর আক্ষেপ করতাম, কবে আমার শাশুড়ি আমাকে শাড়ি ছেড়ে কুর্তি পরার অনুমতি দেবেন! কিন্তু সেই অনুমতি পাইনি। আর যত দিনে তিনি রাজি হলেন, তত দিনে আমি নিজেই শাড়ির প্রেমে পড়ে গেছি। আর সেখান থেকেই শুরু এই যাত্রা।’

পেয়েছেন স্বীকৃতি
ছবি: ফেসবুক থেকে

তবে এই পথচলা ডলির জন্য খুব সহজ ছিল না। ডলি বলেন, ‘সমাজের চারপাশের মানুষের কাছ থেকে অনেক হতাশাজনক ও নেতিবাচক কথা শুনতে হয়েছে। অনেকেই বলেছেন, এটি সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। এটি পাগলামি। শাড়ি পরিয়ে কোনো দিন আয় করা যায় না। আজ আমি সবাইকে ভুল প্রমাণ করে এখানে দাঁড়িয়ে।’

মাত্র ২০ বছর বয়সে বিয়ে হয় ডলির। রাজস্থানের মারোয়ারি পরিবার থেকে পশ্চিমবঙ্গে এসে পড়েন। শ্বশুরবাড়ির পারিবারিক ঐতিহ্য, এখানে নারীদের শাড়ি পরতে হয়। বাবার চাকরির সূত্রে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন ডলি। তাই কোনো নির্দিষ্ট পোশাক তাঁর কখনোই ছিল না, যা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তা–ই পরতেন। কিন্তু এমন রক্ষণশীল মানসিকতার পরিবারে বিয়ে হওয়ার পর ডলি কখনো ভাবতে পারেননি, কোনো দিন তিনি এটিকে পেশা হিসেবে নেবেন।

ডলি বলেন, ‘আমার পরিবারে কখনো কোনো নারী ঘরের বাইরে কাজ করবে বা উপার্জন করবে বা এ ধরনের কাজকে ক্যারিয়ার হিসেবে নেবে, আমি এমনটা ভাবতেই পারিনি। তাই এই কাজকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা করাটাও আমার জন্য খুব কঠিন ছিল।’

এখন ইনস্টাগ্রামে এই তারকার ফলোয়ার ১০ লাখ। আর ফেসবুকে ১৫ লাখ ফলোয়ার। ইনস্টাগ্রামে কোন শাড়ি কীভাবে পরতে হবে, এমন খুঁটিনাটি বিষয়ে টিউটোরিয়াল দেন। হাজার হাজার মানুষ দেখেন এবং তাঁকে অনুসরণ করেন। কিন্তু প্রথম যখন তিনি শাড়ি পরানোকে একটি শিল্প হিসেবে দেখার সাহস করেন, সেই ঘটনাটি ২০০৬ সালের। তখনো ইনস্টাগ্রামের জন্ম হয়নি।

দয়া করে আমার জায়গায় আসেন, আমার মতো করে পথটা পাড়ি দেন—১৭ বছর আগে ২৫০ রুপিতে শাড়ি পরাতে শুরু করেছিলাম, সেখান থেকে আজ এখানে।
ডলি জৈন, শাড়ি ড্রেপার

ডলি বলেন, ‘আমি যে পাড়ায় থাকতাম, সেখানে দুই বা তিনটি কনের বিয়ে ছিল। তাঁদের মায়েরা আমাকে ডেকে বললেন আমি যেভাবে শাড়ি পরি, তাঁদেরও যেন সেভাবেই পরিয়ে দিই। সেটি আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। কিন্তু প্রথমবার অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমি বুঝতেই পারিনি, এটা পেশা হতে পারে।’

স্মৃতিচারণা করে ডলি বলেন, ‘আমি ম্যামের বড় ভক্ত ছিলাম। আমার মামা ও তিনি একই ভবনে থাকতেন। মামার এক পার্টিতে শ্রীদেবী এসেছিলেন। আমিও সেখানে ছিলাম। আচমকা তাঁর শাড়িতে কিছু একটা ছড়িয়ে পড়ে। তিনি সেটা ঠিক করার চেষ্টা করছিলেন। তখন আমি তাঁকে শাড়িটি পরিয়ে দেওয়ার প্রস্তাব দিই। প্রথমে তিনি রাজি না হলেও পরে রাজি হন।’

ডলি বলেন, ‘আমি যখন শাড়ির কুঁচি দিচ্ছিলাম, মনে আছে, শ্রীদেবীজি আমার হাতের দিকে তাকিয়ে আছেন। আমি ভেতর ভেতর খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কাজ শেষ করার পর তিনি বললেন, “ডলি, আমি অনেক বছর ধরে শাড়ি পরি। কিন্তু তোমার মতো করে কাউকে কুঁচি দিতে দেখিনি। তোমার হাতের আঙুলে জাদু আছে।” তিনি এটিকে পেশা হিসেবে নেওয়ার পরামর্শ দেন।’

ডলি মোট ৩২৫ রকমে শাড়ি পরাতে পারেন
ছবি: ভিডিও থেকে

এমন কিংবদন্তি অভিনেত্রীর সেই কথাগুলো ডলিকে নিজের জীবনের লক্ষ্য ঠিক করে দেয়। তিনি বলেন, ‘আমার মনে হয়, ওই মুহূর্তটি আমার জীবনকে পাল্টে দিয়েছে।’

এরপর আর পেছন ফিরে তাকাননি ডলি। এর জন্য তিনি তাঁর শাশুড়িকে সব কৃতিত্ব দেন।

ডলি জানান, প্রথম দিকে তিনি প্রতিটি শাড়ি পরানোর জন্য নিতেন ২৫০ রুপি। শুরুর দিককার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ডলি বলেন, ‘আমার প্রথম গ্রাহক ছিলেন প্রভা আগরওয়াল। রায়পুরের এক নামকরা শিল্পপতি পরিবারের সদস্য। শাড়ি পরানোর একটি কর্মশালায় তিনি আমার কাজ দেখেছিলেন। এরপর তিনি হায়দরাবাদে তাঁর ছেলের বিয়েতে আমাকে ডাকেন। তখন আমি সারা দিনে জন্য ১০ হাজার রুপি নিয়েছিলাম। সেদিন আমি প্রায় ৬০ জনকে শাড়ি পরিয়েছিলাম।’

দিন দিন গ্রাহকদের কাছে ডলির শৈলীর চাহিদা বাড়তে থাকে। তখন তিনি প্রতি শাড়ি পরাতে ৫০০ থেকে ৬০০ রুপি নিতে শুরু করেন।

ডলির ক্যারিয়ারে বাঁক বদলে যায় ২০১৩ সালে। ডলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি এক কনেকে সাহায্য করছিলাম। তাঁর ওড়না এত ভারী ছিল যে অসুবিধা হচ্ছিল। আমি তাঁকে সেটা ম্যানেজ করতে সাহায্য করছিলাম। সেই সময়ে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলা সেখানে ছিলেন। তিনি আমার কাজ দেখেন।’

ডলির কথায়, ‘আমার কাজ দেখে খুবই মুগ্ধ হয়েছিলেন তাঁরা। এরপর তারকাদের কাছে আমার নাম প্রস্তাব করতে থাকেন। আমার তখন শ্রীদেবীর সেই কথাগুলো মনে পড়ছিল।’

ডলি বলেন, ‘এরপর নিতা আম্বানির ৫০তম জন্মদিনের উৎসবে আমাকে ডাকেন সন্দীপ। সেখানে সবাইকে আমি শাড়ি পরাই। এটি ছিল আমার অনেক বড় ব্রেক। এই ইন্ডাস্ট্রিতে প্রতিটি মানুষের গডফাদার আছে—সন্দীপ আমার গডফাদার। এরপর কঠোর পরিশ্রম এবং যাঁরা আমাকে বেছে নিয়েছেন, তাঁরা যে ভুল করেননি, সেটা প্রমাণ করাটা পুরো আমার ওপর নির্ভর করছিল।’

বডিউডের জগতে পা রাখার সুযোগটা আসে অভিনেতা সালমান খানের বোনের বিয়ের মধ্য দিয়ে। অর্পিতা খানকে বিয়ের শাড়ি পরাতে ডলিকে ভাড়া করা হয়েছিল। এ ছাড়া তিনি প্রিয়াঙ্কা চোপড়াসহ বলিউডের অনেক তারকা অভিনেত্রীকে শাড়ি পরিয়েছেন। তবে তাঁদের মধ্যে ডলি যাঁদের এগিয়ে রাখেন, তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও ক্যাটরিনা কাইফ।

অনুষ্ঠান ও স্টাইলের ওপর নির্ভর করে ডলি শীর্ষ তারকাদের কাছ থেকে প্রতিটি শাড়ি পরানোর জন্য প্রায় দুই লাখ রুপি করে নেন। তবে এর অর্থ এই নয়, তিনি সব গ্রাহকের কাছ থেকে এমন পারিশ্রমিক নেন।

চলতি বছরের কান উৎসবে সারা আলী খান সাদা-কালো শাড়িতে রেড কার্পেটে হেঁটেছেন। আবু জৈন ও সন্দ্বীপ খোসলার ডিজাইনের সেই শাড়িটিকে স্কার্টের মতো করে পরিয়েছিলেন ডলি
ছবি ফেসবুক থেকে

বিয়ের কনে ও অন্যদের (কনে ছাড়া) জন্য বিভিন্ন ধরনের দাম নির্ধারণ করা আছে। কোন স্টাইলে পরবেন, কতটা সময় লাগবে, তার ওপর পারিশ্রমিক নির্ভর করে। এখন সর্বনিম্ন ৩৫ হাজার রুপি নেন তিনি।

ডলির ‘ফি’ দেখে অনেকেই রীতিমতো চমকে গেছেন এবং সমালোচনা করেছেন। তাঁদের উদ্দেশে ডলি বলেন, ‘দয়া করে আমার জায়গায় আসেন, আমার মতো করে পথটা পাড়ি দেন—১৭ বছর আগে ২৫০ রুপিতে শাড়ি পরাতে শুরু করেছিলাম, সেখান থেকে আজ এখানে। এটি রাতারাতি হয়নি, এটি অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রমের মূল্য। আমি কোনো শাড়ির কুঁচির ভাঁজ কতটা হবে, তার প্রতিটি সেন্টিমিটার বুঝতে পারি।’

সাড়ে ১৮ সেকেন্ডে শাড়ি পরিয়ে ২০১০ সালে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেন ডলি। আর সবচেয়ে দ্রুত শাড়ি পরানোর জন্য পান ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডের সনদ। তিনি তাঁকে সাহায্য করার জন্য মেয়েদের নিয়ে একটি দলও গঠন করেছেন।

ভারতীয় ফ্যাশনজগতে ডলি জনপ্রিয় এক নাম হলেও তাঁর ফ্যাশন বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ডলি বলেন, ‘আমার ফ্যাশন নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি একবার ইন্টেরিয়র বিষয়ে পেশাদার কোর্স করেছিলাম।’

অনুষ্ঠান ও স্টাইলের ওপর নির্ভর করে ডলি শীর্ষ তারকাদের কাছ থেকে প্রতিটি শাড়ি পরানোর জন্য প্রায় দুই লাখ রুপি করে নেন। তবে এর অর্থ এই নয়, তিনি সব গ্রাহকের কাছ থেকে এমন পারিশ্রমিক নেন।

ডলি বলেন, ‘শাড়ি ড্রেপার হওয়ার আগে আমি কোনো কাজ করতাম না। দুই মেয়েকে নিয়ে সময় কাটাতাম। একজন ভালো মা হতে চাইতাম। আমি যখন কাজ শুরু করি, তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র আট মাস।’পরিবারের সমর্থন ছিল বলেই এত দূর আসতে পেরেছেন জানিয়ে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এই নারী।

ডলি বলেন, ‘আপনি যখন কাজ করেন, তখন কিন্তু পরিবারকেও আপনার দেখতে হয়। এ ক্ষেত্রে আপনার পরিবারের বড় অবদান রয়েছে। আমার স্বামী সব সময় পাশে ছিল...আমার স্বপ্ন পূরণে সাহায্য করেছে। আমার সন্তানেরা খুব বুঝদার ছিল। এখন আমরা যখন পেছনে তাকাই, এই পুরো যাত্রাটিকে অনুধাবন করি। তারা আমার শক্ত মেরুদণ্ড।’

শাড়ি যে সব সময় ১২ হাতের হবে, এমনটা নয়। ১৮ হাত (মহারাষ্ট্রে পরা হয়) লম্বা হয়। তিনি মোট ৩২৫ রকমে শাড়ি পরাতে পারেন।

শাড়ি পরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী

ডলি বলেন, ‘আমি মনে করি, পিন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো করে শাড়ি পরতেও পারেন, তারপরও আপনাকে জানতে হবে, কোথায় পিন আটকাতে হবে। অন্যথায় আপনার শাড়ি নিচের দিকে নেমে যাবে। পিন করলে মনে হবে, কেউ আপনার শাড়িটিকে ঠিক জায়গায় ধরে রেখেছে।’

টিউটোরিয়ালে শেখানো হচ্ছে শাড়ির কোথায় সেফটিপিন আটকাতে হবে
ছবি ভিডিও থেকে নেওয়া

এখনকার দিনে অফিসে পোশাক হিসেবে শাড়ি কতটা প্রাসঙ্গিক, এমন প্রশ্নের জবাবে ডলি বলেন, শাড়িতে একজন নারীকে অনেক মার্জিত ও সুন্দর দেখায়। যাঁরা সময়ের জন্য পরতে পারেন না, তাঁরা রাতেই শাড়ির আঁচলের কুঁচি প্রস্তুত করে রাখতে পারেন, তাহলে সকালে সহজেই শাড়ি পরা হয়ে যাবে।

শাড়ি পরানোর ক্ষেত্রে এমন কোনো অভিজ্ঞতা আছে কি না, যা কখনোই ভুলবেন না জানতে চাইল ডলি বলেন, ‘এক কনেকে সাজাতে গিয়ে দেখি তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। আর তাঁর লেহেঙ্গা এসেছে ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার মেয়ের। এ অবস্থায় কনে উদ্বিগ্ন হয়ে কাঁদতে শুরু করেন। আমি তাঁকে শান্ত হতে বললাম। বললাম, আমি কিছু করছি। একদম ঘাবড়াবেন না। তখন আমি কনের মায়ের কাছ থেকে একটি বেনারসি শাড়ি এনে কনেকে স্কার্টের মতো পরাই। এর ওপর লেহেঙ্গা পরিয়ে দিই। বিশ্বাস করুন, এটি ডিজাইনার লেহেঙ্গার চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল।’

শাড়ি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ভারতের প্রতিটি কোনায় এই শাড়ি পরার শিল্প তিনি ছড়িয়ে দিতে চান।

ডলি এখন শাড়ি পরানোর কৌশল নিয়ে ‘৩৬৫ স্টাইলস অব ড্রেপিং এক শাড়ি’ শিরোনামে বই লিখছেন। তিনি বলেন, ‘আমি মৃত্যুর আগপর্যন্ত প্রতিদিন কীভাবে একটি নতুন স্টাইলে শাড়ি পরা যায়, সেই কৌশল দিয়ে যেতে চাই।’

তারকাদের অনুভূতি

আলিয়া ভাট ও পরিণীতি চোপড়া দুজনেই শাড়ি পরেছেন ডলির হাতে
ছবি ভিডিও থেকে নেওয়া

তারকাদের যে শুধু বিয়ের শাড়ি পরিয়েছেন, এমনটা নয়, বড় বড় অনুষ্ঠান, ফটোশুট—নানা সময়ে এই তারকারা শাড়ি নিয়ে ডলির দ্বারস্থ হয়েছেন। চলতি বছরের কান উৎসবে সারা আলী খান সাদা-কালো শাড়িতে রেড কার্পেটে হেঁটেছেন। আবু জৈন ও সন্দ্বীপ খোসলার ডিজাইনের সেই শাড়িটিকে স্কার্টের মতো করে পরিয়েছিলেন ডলি। ঐতিহ্যবাহী শাড়িকে দিয়েছেন মডার্ন লুক। গত বছর কান উৎসবে দীপিকাও সাদা শাড়িতে সেজেছিলেন, তা–ও ডলির হাত দিয়েই। কয়েক দিন আগে ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া ভাট। তখন তাঁর পরনে ছিল বিয়ের শাড়িটি। কারণ, তিনি এক পোশাক পুনর্ব্যবহারের পক্ষে। আর তাঁকে শাড়িটি পরিয়ে দিয়েছেন ডলি। অভিনেত্রী। গত মার্চ মাসের শেষ দিনে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকা জিজি হাদিদকে শাড়ি পরানোর সুযোগ পান তিনি। এমনকি মেট গালা ২০২২-এ নাতাশা পুনাওয়ালাকে ঝলমলে গোল্ডেন শাড়ি পরিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ডলি। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটেছেন নববধূ পরিণীতি চোপড়া। শাড়ির সঙ্গে অদ্ভূতভাবে জুড়ে দিয়েছিলেন ওড়নাও, যা সবার নজর কেড়েছিল।

ডলির নিজের ওয়েবসাইটে আছে। আর সেই ওয়েবসাইট খুললেই চোখে পড়বে অনেক তারকার ছবি। পাশে তাঁদের করা মন্তব্য। নীতা আম্বানি লিখেছেন ‘তোমার আঙুলে জাদু আছে।’

রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘সেফটি পিনও এর যাত্রী নিয়ে তোমার একটি বই লেখা উচিত’।

দীপিকা পাড়ুকোন বলেছেন, তোমার হাতে শাড়ি থাকা মানে, উপযুক্ত হাতে আছে’।

ডলির ওয়েবসাইটে রয়েছে শাড়ি পরানো নিয়ে নানা টিউটোরিয়াল ও টিপস। এ ছাড়া রয়েছে কোন শাড়ি কীভাবে, কোথায় রাখতে হবে।

সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস