ভারতে সদ্যোজাত ছেলেকে লাখ রুপিতে বিক্রি, বাবা–মাসহ গ্রেপ্তার ৬

সদ্যোজাত শিশুপ্রতীকী ছবি: এএফপি

শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের নাগপুরের এক দম্পতি। সুনীল-শ্বেতা নামের এ দম্পতির বিরুদ্ধে অভিযোগ, নিজেদের পাঁচ দিন বয়সী ছেলেকে ১ লাখ ১০ হাজার রুপির বিনিময়ে নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন তাঁরা।

পুলিশ গতকাল মঙ্গলবার সুনীল-শ্বেতা দম্পতিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে। বলেছে, ভারতের অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং স্কোয়াড (এএইচটিএস) সুনীল ওরফে বন্ধু দয়ারাম গেন্দ্রে (৩১) ও শ্বেতাকে (২৭) গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নিঃসন্তান দম্পতি পূর্ণিমা শেলকে (৩২), তাঁর স্বামী ধর্মদাস শেলকে (৪৫) এবং দুই দম্পতির মধ্যে মধ্যস্থতাকারী কিরণ ইংলে (৪১) ও তাঁর স্বামী প্রমোদ ইংলে (৪৫)।

যে দম্পতি সন্তান বিক্রি করেছেন এবং যাঁরা কিনেছেন, সবার বাড়ি থানে জেলার বদলাপুরে।

পুলিশ জানায়, ২২ আগস্ট শিশু বিক্রির এ ঘটনা ঘটেছে। শেলকে দম্পতি কিরণ ইংলের স্বজন। তাঁরা শিশু দত্তক নেওয়ার আইনি প্রক্রিয়া এড়িয়ে ১ লাখ ১০ হাজার রুপি দিয়ে ওই শিশুটিকে তাঁদের বাড়িতে নিয়ে গেছেন।

শিশু কেনাবেচার এ তথ্য পেয়ে এএইচটিএস ওই ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে নাগপুরের কালামনা থানায় একটি মামলা হয়েছে। শিশুটিকে অস্থায়ীভাবে স্থানীয় একটি এতিমখানার দায়িত্বে রাখা হয়েছে।