মহারাষ্ট্রে রতন টাটার জন্য এক দিনের শোক, সম্মান জানাবে রাজ্য সরকার
ভারতের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে মহারাষ্ট্রে এক দিনের শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে রতন টাটাকে বিশেষ সম্মান জানানো হবে।
মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাস করতেন রতন টাটা। টাটা শিল্পগোষ্ঠীর সদর দপ্তরও মুম্বাইয়ে। গতকাল বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬ বছর।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ বৃহস্পতিবার এক দিনের শোক পালনের ঘোষণা দেন। রতন টাটার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ মহারাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পূর্বনির্ধারিত কিছু অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
একনাথ শিন্ডে আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে রতন টাটার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশেষ সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রতন টাটা ১৯৯১ সালে শিল্পপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন। ১০০ বছরের বেশি সময় আগে তাঁর প্রপিতামহ এই শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। ২০১২ সাল পর্যন্ত রতন টাটা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।