একপাল গরু সড়কে একটি গাড়ির পথ আটকে দাঁড়িয়ে আছে। অনলাইনে এমন একটি ভিডিও সম্প্রতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওর নিচে বহু মানুষ মন্তব্য করেছেন। কেউ কেউ সন্তানকে রক্ষা করতে মায়ের মরিয়া চেষ্টার প্রশংসা করেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরের রাজ্য ছত্তিশগড়ের রায়গড়ে। তবে ঠিক কবে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সেদিন একটি বাছুর দুর্ঘটনাক্রমে একটি গাড়ির নিচে পড়ে আটকে যায়। গাড়ির নিচে আটকে থাকা বাছুরটিকে টেনেহিঁচড়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত এগিয়ে যায় গাড়িটি। নাটকীয়তা শুরু হয় তারপর।
ভিডিওতে দেখা যায়, চার–পাঁচটি গরুর একটি পাল সড়কে গাড়িটির পথরোধ করে দাঁড়িয়ে গেছে। সামনে গরুর পাল চলে আসায় চালক গাড়ি থামাতে বাধ্য হন। এতেই প্রাণে রক্ষা পায় গাড়ির নিচে আটকে পড়া বাছুরটি।
গাড়িটি থামার পর চারপাশ থেকে লোকজন দ্রুত ছুটে এসে সাবধানে বাছুরটিকে সেটির নিচ থেকে বের করে আনেন। ছোট্ট প্রাণীটি বেশ ভালো রকম আহত হলেও প্রাণে বেঁচে যাবে বলে আশা করা হচ্ছে। গাড়ির নিচ থেকে উদ্ধারের পর বাছুরটির চিকিৎসা চলছে।
অনলাইনে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে গরুর নিজের সন্তানকে রক্ষা করার সহজাত প্রবৃত্তির প্রশংসা করেছেন। স্থানীয় লোকজন দ্রুত বাছুরটিকে উদ্ধারে এগিয়ে আসায় তাঁরাও প্রশংসার বন্যায় ভাসছেন।
২২ ডিসেম্বর আনশুল সাক্সেনা নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে লেখেন, ‘একজন মায়ের সন্তানের বিপদ বুঝতে পারার সহজাত প্রবৃত্তি থাকে। সন্তানকে নিরন্তর সুরক্ষা দিয়ে যাওয়ার ঘটনা নিজের চোখে না দেখা পর্যন্ত কেউ সত্যিকার অর্থে মায়ের এই শক্তি বুঝতে পারবে না।’
আরেকজন লিখেছেন, ‘বাছুরটির প্রাণ রক্ষা করার, তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করার জন্য রায়গড়ের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা। ছত্তিশগড়ের রায়গড়ের বাসিন্দাদের প্রতি সালাম।’
অনেকে এই ঘটনাকে সমবেদনা এবং সম্মিলিত প্রচেষ্টার দারুণ এক উদাহরণও বলেছেন।