মমতার সঙ্গে কী কথা বলবেন দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানও উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার বিকেলে কলকাতায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে এ বৈঠক হয়।
এর আগে আজ মঙ্গলবার দুপুরে কলকাতায় এসে পৌঁছান দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এ সময় তাঁর সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছাড়াও আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা ছিলেন। কলকাতা বিমানবন্দরে তাদের স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
কী নিয়ে আলোচনা করতে দুজন মুখ্যমন্ত্রী ও আপের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে এসেছেন, তা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি। বৈঠকের পর দুই পক্ষ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
এক মাস আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে একটি সার্বিক বিজেপিবিরোধী ঐক্য গঠনের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা ইঙ্গিত দিয়েছিলেন।