বাবা সিদ্দিক হত্যায় অভিযুক্ত ৩ জনের দেশত্যাগ ঠেকাতে প্রজ্ঞাপন জারি

এনসিপির নেতা বাবা সিদ্দিকএএনআই ফাইল ছবি

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে হত্যায় অভিযুক্ত তিনজনের দেশত্যাগ ঠেকাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে মুম্বাই পুলিশ। গতকাল বৃহস্পতিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

অভিযুক্তদের একজন শিবকুমার গৌতম। তিনি বাবা সিদ্দিককে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই প্রজ্ঞাপনে বাকি দুজনকে হত্যা পরিকল্পনায় সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন শুভম লঙ্কার ও মোহাম্মদ জিশান আখতার। 

ওই কর্মকর্তা বলেছেন, অভিযুক্তদের আটক করতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিভিন্ন দলকে এরই মধ্যে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। 

ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে ১২ অক্টোবর তাঁর ছেলের মুম্বাইয়ের কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ গুরমেল বালজিৎ সিং, ধর্মরাজ কাশ্যপ নামে দুজনকে আটক করে। পুলিশের একটি সূত্র জানায়, আটক বন্দুকধারীরা পুলিশকে বলেছে, বাবা সিদ্দিক ও তাঁর ছেলে জিশানকে হত্যার জন্য তাঁদের ভাড়া করা হয়েছিল। তাঁদের নেতৃত্বে ছিলেন শিবকুমার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে, তা শুধু শিবকুমারই জানেন।